জুলাই মাসেই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন, বিজেপির অন্দরে শুরু জল্পনা

banner

#Pravati Sangbad Digital Desk:

সামনের জুলাই মাসেই দেশের ১৭তম রাষ্ট্রপতি নির্বাচন, ২৪শে জুলাই মেয়াদ শেষ হবে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের, আর তারপরে রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের প্রথম নাগরিক বা রাষ্ট্রপতি নির্বাচিত হন ইলেকটোরাল কলেজের মাধ্যমে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দানের ক্ষমতা শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভার ৭৭৬ জন সাংসদ আর বিধানসভার ৪১২০ জন বিধায়কের। ইলেকটোরাল কলেজের মোট ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩ ভোটের ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে দেশের সাধারণ নাগরিকরা কোন ভাবেই অংশগ্রহণ করতে পারে না, তাই খুব স্বাভাবিক ভাবেই রাষ্ট্রপতি নির্বাচনের চাবিকাঠি থাকে রাজনৈতিক ব্যাক্তিত্বদের ওপরেই। তাই, যেই রাজনৈতিক দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদ বা বিধায়কের সংখ্যা যত বেশি, সেই রাজনৈতিক দলই ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের গেম চেঞ্জার হয়ে দাড়াই।
১০ই মার্চ ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে, আর তার মধ্যে ৪ রাজ্যে লাগাম ছাড়া ফল করেছে গেরুয়া শিবির, ফলে খুব স্বাভাবিক ভাবেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির জোর অনেকটাই থাকবে। কিন্তু অন্যদিকে পাঞ্জাবে আম আদমি পার্টির কাছে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি, সেই নিয়েও বিজেপির অন্দরে শুরু হয়েছে অস্বস্তি। যদিও সামনেই ৩১ মার্চ রাজ্যসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে বিজেপির ফল প্রভাব ফেলবে বলে আশাবাদী তারা, আবার আগামী বিধানসভা নির্বাচনে যাতে গুজরাট ফের গেরুয়া শিবিরের হাতে আসে, তার জন্য মরুয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।

জানা গিয়েছে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে অনেকটাই এগিয়ে রয়েছেন বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কিন্তু ইতিমধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। সুত্র মারফৎ জানা গিয়েছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও দ্বিতীয় বারের জন্য রাষ্ট্রপতির আসনে থাকতে পারেন, তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News