Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

এবারের সিজনে আরসিবির অধিনায়ক ফাফ দু প্লেসি

banner

#Pravati Sangbad Digital Desk:

গত মরসুমে শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর আরসিবির অধিনায়ক থাকবেন না। সেই মতোই এই মরসুমে  নতুন নেতৃত্বের জল্পনায় মগ্ন ছিল গোটা বিশ্ব। শেষমেশ  আইপিএলের ১৫ তম সিজনের জন্য অধিনায়ক হিসেবে ফাফ ডুপ্লেসিসের নাম ঘোষণা করল আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবারের সিজনের জন্য তিন জন খেলোয়াড়কে রিটেন করেছে। তাঁরা হলেন, বিরাট, ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজ। এই তিন মার্কি প্লেয়ার ছাড়াও ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজি আইপিএলের মেগা নিলামে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে। ফাফ ডুপ্লেসিকে নিলামে বেশ চড়া দামে দলে নিয়েছিলেন আরসিবি-র হয়ে অংশগ্রহণকারীরা।

নিলামে ৭ কোটি টাকা দিয়ে ফাফ ডু প্লেসিকে দলে নিয়েছে আরিসিবি। এক সাক্ষাৎকারে আরসিবির নেতৃত্ব ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ''আমাকে দলে যখন নিয়েছে, তখন আমার মাথাতেও এই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। কারণ অভিজ্ঞতা, ব্যাটার হিসেবে ও লিডারশিপ গ্রুপেও ছিলাম। সব দিক থেকেই এমন প্লেয়ারকে দলে পাওয়া। আর এই কাজটা আমি অনেকদিন থেকেই করে আসছি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি।''
এদিকে এক সসূত্র অনুযায়ী, আরসিবি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন এবিডি। মনে করা হচ্ছে RCB দলে মেন্টরের পদ পেতে পারেন ডিভিলিয়ার্স। মনে করা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি শীঘ্রই এবি ডিভিলিয়ার্সকে আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টর ঘোষণা করবে। উল্লেখ্য বলা যেতে পারে অভিজ্ঞতার প্রশ্নে বিরাট কোহলির ছেড়ে যাওয়া জায়গা পূরণের ক্ষেত্রে তাঁর ওপরেই ভরসা রাখল রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু শিবির। 

Journalist Name : Avijit Das

Tags:

Related News