গুজরাট টাইটানসে হার্দিকের পাশাপাশি এবার রাহুল তেওটিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

তার  লেগস্পিনের ভেলকিতে মুগ্ধ হয়েছিলেন খোদ বিসিসিআই  প্রেসিডেন্ট  সৌরভ গাঙ্গুলী। এছাড়াও লোয়ার অর্ডারে তার ঝোড়ো ব্যাটিংও বেশ ভরসা যোগায় টিমকে। তবে এবার তার ভূমিকা একটি বদলাচ্ছে আই পি এল এর ময়দানে।
এবারে গুজরাট টাইটানস তাকে ৯ কোটি টাকা দিয়ে কিনেছে। তাই নিজের ভূমিকা সম্পর্কে এই মিস্ট্রি লেগ স্পিনার। এক সাক্ষাৎকারে তিনি সংবাদমাধ্যম কে জানান " নিজের ভূমিকা বলতে যদি বলেন ব্যাটিং দৃষ্টিকোণ থেকে, আমি ও হার্দিক ভাই মাঝখানে আছি ; এখানে আমাদের আরো বড় দায়িত্ব নিতে হবে "আসলে গুজরাটের পরিকল্পনায় যে এবারে তিনি একজন বিশ্বস্ত বোলারের পাশাপাশি একজন চূড়ান্ত ব্যাটসম্যান হিসেবেও রয়েছেন সেকথা তার থেকেই স্পষ্টতভাবে অনুমান করে নেওয়া যায়।

ভারতের ম্যাচ উইনার অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ভক্ত তেওয়াটিয়া এদিন আরো জানান " যদি আমরা প্রথমে ব্যাট করি তাহলে ভালো শেষ করার চেষ্টা করবো ; কিন্তু যদি রান তাড়া করি তাহলে চেষ্টা করবো কিভাবে আমরা ফিনিশিং লাইন অতিক্রম করতে পারি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেব " 
তাহলে আই পি এল  থেকে তার পাখির চোখ যে ভারতীয় দল ; সেটুকু তার ইঙ্গিতপূর্ণ ব্যক্তিত্বই প্রমাণ করে  দিচ্ছে ,  যে কোনো পরিস্থিতি থেকে দলকে জেতানোর মানসিকতা রাখা এই উঠতি তারকা কতটা চোখ টানতে পারেন সেকথা না হয় সময়ই বলবে।

Journalist Name : Avijit Das

Tags:

Related News