মহিলা বিশ্বকাপের সেমিতে ফের অস্ট্রেলিয়া , কোন সমীকরণে পৌঁছাবে ভারত ?

banner

#Pravati Sangbad Digital Desk:

মহিলা বিশ্বকাপের শুরু থেকে নিজেদের প্রমান করার তাগিদে লেগে রয়েছে প্রত্যেকটি দল, প্রতিনিয়ত জবাব ছুড়ে দিচ্ছেন পুরুষ ক্রিকেট দলগুলিকে; তবে পরপর পাঁচটি ম্যাচ জিতে কাঙারুবাহিনী পাকাপাকিভাবে সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিল। আর এদিকে অজি বধ করতে না পেরে কিছুটা হলেও বিপাকে ভারতীয় দল।
অকল্যান্ডের ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে গতকাল দেখা গেছে অস্ট্রেলিয় অধিনায়কের ব্যাটিং ঝড়। ল্যানিংয়ের অধিনায়কচিত ৯৭ রানের দৌলতে অজিরা ৩ বল বাকি থাকতেই  ভারতকে হারিয়ে দেয়। আর এতেই সেমিফাইনালে ভারতের অঙ্ক কিছুটা হলেও সমস্যায় হয়ে গেল মিতালি ব্রিগেডের কাছে। 
এদিন অস্ট্রেলিয়ার সামনে ২৭৮রানের লক্ষ্যমাত্রা খাড়া করে ভারতীয় দল। তবে এতবড় রানের পাহাড়ও ফিকে হয়ে যায় অস্ট্রেলিয়ার দুর্দমনীয় ব্যাটিংয়ের কাছে। দুই ওপেনারের শতরানের জুটিই জয়ের ভীত গঠন করে দেয় অকল্যান্ডের মাঠে। তবে ভারতের হারের জন্য কিছুটা হলেও দায়ী ভারতের বোলিং ব্রিগেড। একদিকে ধীরে ধীরে ম্যাচের রং বদলে দেওয়া অস্ট্রেলীয় ব্যাটিং কে কোনোভাবেই ঠিকমতো সামাল দিতে পারেননি ঝুলন গোস্বামী এন্ড কোং। এদিন তার ২০০ তম আন্তর্জাতিক ম্যাচে ৯.৩ ওভার বল করে ৬৪ রান দিয়েছেন তিনি তবে কোনো উইকেট পাননি। 
৪১ তম ওভারে এদিন খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য। তবে ডাকওয়ার্থ - লুইস নিয়মে অস্ট্রেলিয়া এদিন এগিয়েই ছিল। তবে এদিন অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে ১২১ রানের মাথায়; ওপেনার আলিশা হিলি ৬৫ বলে ৭২ রান করে ফিরে যান।   ১২০  রানের মাথায় অন্য ওপেনার রাচেল হেইন্স কে ফেরান পূজা বস্ত্রকার। তিনি ৫৩ বলে ৪৩ রান করে ফেরেন। বিরতির পর বৃষ্টি বন্ধ হলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২২৫। বৃষ্টির পর খেলা শুরু হলে এলিস পেরির উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও ভারত কে ম্যাচে ফিরিয়ে আনেন পূজা বস্ত্রকার। পেরি ৫১ বলে ২৮রান করে ২২৬ রানের মাথায় আউট হয়ে যান। আর এরপরই রনং দেহীর ভূমিকায় অবতীর্ণ হন অস্ট্রেলীয় ক্যাপ্টেন। বেথ মুনিকে নিয়ে ১৩টি বাউন্ডারিতে সাজানো ১০৭ বলে ৯৭ রানের ইনিংস তখন ভেঙে দিয়েছে ভারতের স্বপ্ন। 
যখন তিনি মেঘনা সিংয়ের বলে আউট হন তখন অস্ট্রেলিয়ার জিততে দরকার ৮ বলে ৮ রান। সেই তিন বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪৩ রানে ২ টি উইকেট নেন বস্ত্রকার; ৫৬ রানে ১ টি উইকেট পেয়েছেন মেঘনা সিং তবে রাজেস্বরী গায়কোয়াড ঝুলন গোস্বামী বহু রান দিয়েও কোনো উইকেট পাননি।
লীগ টেবিলের পয়েন্ট তালিকা -
ম্যাচ হারলেও এইদিন পুরুষদলের ১৭ ম্যাচে রান তাড়া করে জেতার এক নজির স্পর্শ করে মিতালি রাজের টিম। তবে শেষ ৫টি ম্যাচের ৫টি তেই জিতে ১০ পয়েন্ট  নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া। এর পরে ৪টি ম্যাচের ৪তে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে দঃ আফ্রিকা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্লিড ব্লু। অর্থাৎ সেমিফাইনালের গাড়ি চড়তে হলে আগামী সবকটা ম্যাচই জিততে হবে ভারতকে । ২২ শে মার্চ তাদের মোকাবিলা হবে বাংলাদেশের সাথে এবং ২৭ সে মার্চ প্রতিপক্ষ থাকবে দঃ আফ্রিকা। হয়তো সেখানেই ঠিক হয়ে যাবে ভারতের এবারের কাপ সফর ।

Journalist Name : Avijit Das

Tags:

Related News