অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি

banner

#Pravati Sangbad Digital Desk:

ক্রিকেটীয় ব্যাকরণে যদি চেন্নাই সুপার কিংস বা সি এস কে শব্দটির সমার্থক শব্দ খোঁজা হয় তাহলে মহেন্দ্র সিং ধোনি উত্তর পাওয়া যাবে। ২০১২ সাল থেকে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসা এই  মানুষটি হঠাৎই সরে দাঁড়ালেন অধিনায়ক পদ থেকে, রবীন্দ্র জাদেজার হাতে ব্যাটন তুলে দিয়ে এক বিবৃতিতে জানিয়ে দিলেন টিমের ক্যাপ্টেন আর থাকছেন না তিনি।  আগামী ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কলকাতা নাইট রাইডার্স । তার আগেই ধোনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন! এবারও ক্যাপ্টেনসি ছাড়ার সিদ্ধান্তে চেনা মেজাজেই চমকে দিলেন ফ্যানদের! যেমনটা মাহি করেছিলেন ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সময় ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে।
ধোনি নেতৃত্ব ছাড়তে পারেন, ক’দিন ধরেই বলা হচ্ছিল এই কথা। মাহির বিকল্প হিসেবে উঠে এসেছিল জাদেজারই নাম। প্রত্যাশা মতো তিনিই হলেন নতুন নেতা। আর তারপর জাদেজা বলে দিলেন, ‘ক্যাপ্টেন হয়ে দারুণ অনুভূতি হচ্ছে। একই সঙ্গে কিন্তু এমন একজনের জায়গায় দায়িত্ব নিতে চলেছে, যার প্রচুর অবদান। সিএসকের হয়ে মাহি ভাইয়ের প্রচুর অবদান। সেটাই আমাকে এগিয়ে নিতে যেতে হবে। তবে একটা ব্যাপার নিয়ে আমি খুব বেশি চিন্তায় নেই। মাহি ভাই কিন্তু থাকবে উইকেটের পিছনে। ম্যাচ চলাকালীন যদি আমার মনে কোনও প্রশ্ন জন্ম নেয়, তার উত্তর খোঁজার জন্য ওর কাছেই যেতে পারব।’
ধোনির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে চেন্নাই বিবৃতিতে লিখেছে, "এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজার হাতে। ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ে অবিচ্ছেদ্য় অঙ্গ। তৃতীয় ক্রিকেটার হিসাবে সিএসকে-র নেতৃত্ব দেবেন তিনি। ধোনি এই মরশুমে এবং তার পরেও চেন্নাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবে।"  আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসাবে ধোনির পথ চলা শেষ হল। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। গত মরশুমেও ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় 'ইয়েলো আর্মি'। এই প্রসঙ্গে ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, “ধোনি অধিনায়কত্বের ব্যাটন ছেড়ে দেওয়ার খবরটা বড় (আসলে ও তো সিএসকের একজন)। তবে ও যেমন মানুষ, তাতে আমি পুরোপুরি অবাক হইনি। আমার মনেও হয় না যে ও সব ম্যাচেও খেলবে। (ম্যাচের পর ওই দুর্দান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো মিস করব ।

একইসঙ্গে তিনি আরও বলেন, “আমরা খুব সাধারণ ক্ষেত্রে ‘একটি যুগের শেষ’ কথাটা ব্যবহার করে থাকি। কিন্তু মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি সত্যিই তাঁর ও চেন্নাই সমর্থকদের কাছে একটি যুগের অবসান। সমর্থকদের সঙ্গে ধোনি এমন সম্পর্ক তৈরি করেছিলেন, যা অন্য সব প্লেয়ারদের মধ্যে হাতে গোনা কয়েকজনেরই আছে।” 
মাইকেল ভন আবার  টুইটারে লেখেন, “মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে রকস্টার রবীন্দ্র জাদেজার জায়গায় অন্য কোনও প্লেয়ার ভালো বিকল্প হতে পারত।"
তবে বিশ্বনাথানের মনে হয়, নেতৃত্ব ছাড়ার উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন ধোনি, ‘নিজের অধীনে রেখে বিরাটকে গড়ে তোলার পরই সে কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়েছিল। একইভাবে (এখানেও) সে এই পালাবদলের পথটা মসৃণ করতে চেয়েছে।’
আসলে ৭ নম্বর জার্সিওয়ালা লোকটা আমাদের মতোই একটা খুব সাধারণ মানুষ যার জীবনের লড়াইটা আমাদেরকে তার থেকে আলাদা করে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি আসলে কোনো সফল ব্যাটসম্যানকে আইডেন্টিফাই বা গ্লোরিফাই করার জন্য জন্মাননি। মহেন্দ্র সিং ধোনি বরং একটা লড়াইয়ের নাম হতে জন্মেছেন, একটা গাইডেন্সের নাম হতে জন্মেছেন, একটা মজবুত শিরদাঁড়ার নাম হতে জন্মেছেন, একটা বরফশীতল স্নায়ুতন্ত্রের নাম হতে জন্মেছেন। মহেন্দ্র সিং ধোনি বিশ্বের অন্যতম সফল নেতৃত্বের নাম হতে জন্মেছেন।

Journalist Name : Avijit Das

Tags:

Related News