অবশেষে বন্ধ হতে চলেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ

banner

#Pravati Sangbad Digital Desk:

কিছুদিন আগে থেকেই কবে শেষ হবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ? এই নিয়ে সকলের মনেই প্রশ্ন তৈরী হয়েছিল। অবশেষে ঘোষিত হল সেই সময় ও তারিখ।
ইউক্রেনের বেশ কিছু এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়া সামরিক বাহিনীর হামলার জন্য।  রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত হয়েছে রাজধানী কিয়েভকে ঘিরে। তবে একথাও সত্য যে, পুতিনবাহিনী দেশটির উপর সেইরকম ভাবে কোনো অর্থেই কোনো নিয়ন্ত্রণ নিতে পারেনি আর তারই মধ্যে ইউক্রেনের সেনারা দাবি জানিয়েছেন ৯ই মে'র মধ্যেই নাকি মস্কো যুদ্ধ শেষ করতে চায়। ইউক্রেনের সমস্ত সশস্ত্র বাহিনীর জেনারেল অফ স্টাফদের নথি তথ্যানুযায়ী, রাশিয়ান সেনাদের বলা হয়েছে যেভাবেই হোক না কেন ৯ই মে'র মধ্যে শেষ করতে হবে যুদ্ধ। কিন্তু কেন ৯ই মে তেই শেষ করতে হবে এই যুদ্ধ ?
জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি বাহিনী ১৯৪৫ সালের ৯ই মে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট যোসেফ স্তালিন সামরিক অভিযানের ইতি টেনেছিলেন। এখনো ৯ই মে রাশিয়া সেই উৎসব পালন করে। তাই এবার ইউক্রেন মনে করেছে স্টালিনের পদাঙ্ক অনুসরণ করবে পুতিন। এক মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধ। গত শুক্রবার রাশিয়ার অভিযানের ৩০ তম দিনেই এ পর্যন্ত সংঘাতে ১৫হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি জানিয়েছেন ইউক্রেন।

Journalist Name : Sutapa Dey Sarkar

Related News