সঞ্জুর ব্যাটের আলোকে জয়ী রাজস্থান

banner

#Pravati Sangbad Digital Desk:

এ বারের আইপিএলে সেরা টিম কাদের বলা যেতে পারে? সাফল্য সব সময় প্রতিভার খোঁজ দেয়। ট্রফি তারাই পায়, যারা একটা নির্দিষ্ট অঙ্ক মেলাতে পারে। কিছু টিম তার বাইরেও থাকে, যারা দুরন্ত প্রতিভা দিয়ে চোখধাঁধিয়ে দিয়ে যায়। এ বারের রাজস্থানকে তেমনই বলা যেতে পারে। আর এই টিম নিয়েই হায়দ্রাবাদের সূর্য ডোবাল রাজস্থান।
এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেন জস বাটলার। আব্দুল সামাদ ক্যাচ নেন। কিন্তু আম্পায়ার জানালেন নো বল। দিনের শুরুটাই ভাল হল না হায়দ্রাবাদের। এরপর বাটলারের ক্যাচ ফস্কালেন আব্দুল সামাদ। যদিও সেই উমরান মালিকের সেই বলটাও নো বল ছিল। ২৮ বলে ৩৫ রান করে গেলেন বাটলার। তাঁর ইনিংস তিনটি ছয় এবং তিনটি চার দিয়ে সাজানো ছিল। বাটলারের গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে সঞ্জু স্যামসন শাসন করলেন। ২৭ বলে ৫৫ রান করেন রাজস্থানের অধিনায়ক। ২৯বলে ৪১ রান করেন দেবদত্ত পাড়িক্কল। বাকি কাজটা শেষ দিকে সারেন শিমরন হেটমেয়ার। তাঁর মাত্র ১৩টি বলে করলেন ৩২রানের উপর ভর করে ২০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান। 

ব্যাট হাতে তোলার পর, বল হাতেও বিপক্ষের ঘুম ছুটিয়ে দিল রাজস্থান। সেখানেও বড় ভূমিকা নিলেন আর এক প্রাক্তন নাইট। প্রসিদ্ধ গত বছর নাইটদের হয়ে খেলে টিম ইন্ডিয়ার দরজা খুলে ফেলেন। কেন তাঁকে ১০কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান সেটা বুঝিয়ে দিলেন প্রথম ম্যাচেই। পরপর দুই ওভারে উইলিয়ামসন এবং রাহুল ত্রিপাঠিকে আউট করেন তিনি। ট্রেন্ট বোল্ট তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। সেখানেই হায়দ্রাবাদের ম্যাচ থেকে হারিয়ে যায়। আসলে রাজস্থান জ্বলবে, জ্বালাবেও। হায়দ্রাবাদের কী হবে? সূর্য উঠবে তো? উইলিয়ামসন খুব ভালো করে জানেন, আইপিএল বড় কঠিন ঠাঁই। কে যে কখন ডেভিড ওয়ার্নারের মতো ব্রাত্য হয়ে যান, বোঝাই যায় না! সংক্ষিপ্ত স্কোর: রাজস্থান ২১০-৬ (সঞ্জু ৫৫, দেবদত্ত ৪১, বাটলার ৩৫, হেটমেয়ার ৩২, উমরান ২-৩৯, নটরাজন ২-৪৩)। হায়দ্রাবাদের (মার্কব়্যাম নট আউট ৫৭, সুন্দর ৪০, শেফার্ড ২৪, চাহাল ৩-২২, কৃষ্ণা ২-১৬, বোল্ট ২-২৩)।

Journalist Name : Avijit Das

Related News