সাপে কামড়ালে ভয় পাবেন না, কি কি করবেন জেনে নিন

banner

#Pravati Sangbad Digital Desk:

যত বড় মানুষই হোক না কেনো, সাপ দেখে ভয় পায়না এমন মানুষ খুব কমই আছে। সাপে কাটার ঘটনা গ্রামাঞ্চলে এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে। স্থলভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে। প্রতি বন্যার সময় অর্থাৎ মে, জুন এবং জুলাই, এই তিন মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে। আর তাই সচেতন থাকাটা সবার আগে জরুরি। আগেই আমাদের জেনে নিতে হবে কোন সাপ বিষধর আর কোন সাপ নয়। অবশ্যই তার জন্য সাপেদের চিনে রাখাটা দরকার। সাপের কামড়ে বিষের মধ্যে থাকা এনজাইম মানুষের দেহের কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিওটাইড ফসফোলিপিডকে ভাঙতে ভূমিকা রাখে। এছাড়াও এই বিষ রক্তের লোহিত কণিকাকেও ভেঙে দেয় এবং রক্তচাপ কমিয়ে দেয় এবং পেশীর নিয়ন্ত্রণে বাঁধা প্রদান করে।
কিভাবে বুঝবেন সাপ কামড়েছে: 
সাপ কামড়ালে বুঝতে না পারলেও সাপের বিষ শরীরে ঢুকলে শরীর আস্তে আস্তে অবশ হতে থাকবে। যেখানে সাপ কামড়েছে তা প্রবল জ্বালা করতে শুরু করবে। ক্ষতস্থান ক্রমাগত ফুলে উঠবে। আশেপাশের সমস্ত কিছু ঝাপসা দেখতে শুরু করবেন। ঢোক গিলতে গেলে অসুবিধা হবে। মাথাঘোরা, বমি ভাব থাকবে। 
বিষধর সাপের উদাহরণ: চোখের মণি দেখতে লম্বাটে হয় আর লম্বাটে বিষদাঁত থাকে। লম্বাটে বিষদাঁতের মাধ্যমে মানুষের শরীরে বিষ ঢোকায়। 
বিষহীন সাপের উদাহরণ: দাঁত আছে কিন্তু বিষগ্রন্থি নেই। চোখের মণি গোলাকার। লম্বাটে বিষদাঁত থাকেনা। 
আর মনে রাখবেন, সাপের বিষ শরীরে ঢুকে গেলে একদম নড়াচড়া করা উচিত নয়। এতে খুব তারাতারি বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে।
 
সাপে কামড়ালে কি কি করবেন না: 
১)শরীরের যে অংশে সাপ কামড়েছে, সেই জায়গাটি বেশি নড়াচড়া করাবেন না। আক্রান্তকে হাঁটাচলাও করতে দেবেন না। বেশি হাঁটাচলার ফলে মাংসপেশিতে টান পড়ে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে।
২)সাপে কামড়ানোর পরে কখনোই কোনও ব্যথা কমানোর ওষুধ (পেইন কিলার) আক্রান্তকে খাওয়াবেন না। এর ফলে আক্রান্তের শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে। অনেক সময় আক্রান্তের যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে।
৩)যেখানে সাপে কামড়েছে, তার আশেপাশে কখনওই চিড়ে বা কেটে দেবেন না। এমন করলে উল্টে রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে মস্তিষ্কেও। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
৪) কোনও রকম টোটকা বা কুসংস্কার নয়। সাপে কামড়ালে আক্রান্তকে দ্রুত নিয়ে যান হাসপাতালে।

Journalist Name : Aankhi Banerjee

Related News