আবারও চেন্নাই এক্সপ্রেস থামলো লখনৌর কাছে

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকালই আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে হেডেন বলেন, "কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে সিএসকে-র হতাশ হওয়ার কোনও কারণ নেই। রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন দলে প্রচুর পজিটিভ রয়েছে। ওদের টপ অর্ডার প্রথম ম্যাচে ভেঙে পড়েছিল, যা বিরল। এই দলে প্রচুর অভিজ্ঞতা আছে। আমি নিশ্চিত ওরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরবে। প্রথম ম্য়াচে ওরা ওপেনার মইন আলিকে পামইন আলিকে পায়নি। আশা করি পরের ম্যাচে ও খেলবে। সিএসকে হার থেকে ঘুরে দাঁড়িয়ে আরও ভয়ঙ্কর দল হয়ে উঠবে। কিন্তু হেডেনের সেই ভবিষ্যৎ বাণী সফল হয়নি, কলকাতার পর আবার চেন্নাইয়ের অশ্বমেধের ঘোড়া আবার থেমে গেল লখনৌ সুপার জায়ান্টাসের কাছে। এদিন দুই দলের মধ্যে খেলাটি দুর্দান্ত শুরু হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস। প্রথম ওভারেই ১৪ রান তুলে নেয়। কিন্তু দ্রুত শুরুর কিছুক্ষণ পরেই বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই , ওপেনার গায়কোয়াড আবারও বড় স্কোর করতে ব্যর্থ হন। মাত্র ১রান করে ফিরে যান তিনি।

তবে তিনি ফিরে গেলেও জাদেজার টিমের হয়ে জ্বলে ওঠেন উথাপ্পা। ২৭বলে ৮টি বাউন্ডারি সহ ৫০রান করে  তিনি চেন্নাই ইনিংসের ভীত গড়ে দেন, এরপর মইন আলী (৩৫) ,শিভম দুবে (৪৯), অম্বাতি রায়ডু (২৭) চেন্নাইকে বড়ো স্কোরের দরজায় এগিয়ে নিয়ে যান। তবে বলতেই হয় আমাদের ফিনিশার ধোনির কথা। এই কাজটির জন্যই গত দেড় দশক ধরে বিখ্যাত তিনি। এখন বয়স বেড়েছে। চল্লিশের বুড়ো হাড়েও যে জোর কমেনি তা আরও একবার বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৬বলে ১৬রান করে সিএসকের ইনিংস দুশোর গণ্ডি পার করে দেন এমএসডি। ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৯ রান পর্যন্ত কোনও উইকেট হারায়নি লখনউ। দুরন্ত খেলেন ডি’কক (৬১), লোকেশ (৪০), লুইসরা। শেষ বেলায় এভিন লুইসের (৫৫*) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই ৩বল বাকি থাকতেই ৬উইকেটে ম্যাচ জিতলেন কেএ রাহুলরা।
উথাপ্পা হারলেও তার প্রাক্তন টিম কেকেআর আজকে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।

Journalist Name : Avijit Das

Related News