এককামরার ছোট্ট ঘরে বসে নচিকেতা তো একটা স্বপ্নই দেখেছিলেন মাত্র!

banner

#pravati sangbad Digital desk:

সিগারেটের কমলা আগুন অবধি মানুষের সহ্যক্ষমতা। তার ওপর এক চিলতে ধূসর ছাই- ঐ যে টোকা মেরে ফেলে দেওয়া, তা আসলে সহনশীলতার সীমা পেরোনো দৌরাত্মের বিরুদ্ধে এক ধরণের আশ্চর্য ঔদাসীন্য। সে সময়ের বিকেল মানে সাইকেলের ওপর একটুকরো কৈশোর, ব্যালেন্স করে করে চলে যাওয়া লাল-ফিতে সাদা মোজার দিকে। মনে আছে লালফিতের স্বপ্ন দেখানো নচিকেতা তখন কেমন কলার তোলা মাস্তান, মাধ্যমিকের বাধ্যতার ভেতর অবাধ্য হয়ে ওঠার প্রথম সবকিছু, স্কুল শার্টের পকেটে পাওয়া দেশলাই বাক্স। অথচ আগুনপাখি শোনার আগেই আমার দেয়ালে দেয়ালে বৃদ্ধাশ্রমের মনখারাপ বুনেছেন তিনি। 
একটা বাংলাগান, কত বাবা-মা যে ছেলেদের ডেকে বলতেন- " বাবু তুই ও আমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবি?"
কিন্তু সে প্রজন্মের ঝিনুকে মুক্তো ভরছেন আগুনপাখি। হালিশহর থেকে নৈহাটি, কলকাতা থেকে মফসসল অবধি নচিকেতার শো টিকিট বিকিয়ে যাচ্ছে বারুদের গন্ধের মতো। মঞ্চে উঠে একটা লোক দিব্বি বলে দিচ্ছেন-
"দেশের মানুষ তো কোন ছাড়/ মন্ত্রীগুলো কুলাঙ্গার,/ ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে..."
একটা সময় ছিল যখন নচিকেতা কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে নিজের গান ফেরি করে বেড়াতেন কলকাতার রাস্তায় রাস্তায়। নতুন বাংলাগান। ছকভাঙা বাংলাগান। আধুনিক বাংলাগান। কেউ পাত্তা দিতেন। কেউ দিতেন না। কিন্তু আমরা জানি নচিকেতা গান ফেরি করতেন না, উশকোখুশকো চুলের ছেলেটা গ্রীষ্মের রোদে ঘুরে ঘুরে নিজের জীবনটাই রিলক্যাসেটে ভরে বিলি করত প্রতিদিন। সেই চকচকে টেপের ভেতর ভরা থাকত সময়ের বিরুদ্ধে লেখা আগামীর কথা। এককামরার ছোট্ট ঘরে বসে নচিকেতা তো একটা স্বপ্নই দেখেছিলেন মাত্র। 

প্রেমে-বিদ্রোহে বিক্ষোভের সুমনীয় পৃথিবীর যৌবনপ্রাপ্তির অনেক আগে এক সাদাকালো ছাই থেকেই নচিকেতা এসেছিলেন, কৈশোরের ক্যাসেটে ক্যাসেটে মফসসলের ঐ টোকা মারা ছাই আর কলারে রুমাল দেওয়া মস্তানির মতো এসেছিলেন, এসেছিলেন বেকার থেকে দরিদ্র, প্রেমিক থেকে বিবাহিতের খোলস ভেদ করে মানুষটাকে ঘন্টা দুয়েক খোলা আকাশের নিচে এনে দাঁড় করাতে,এসেছিলেন সমস্ত না পাওয়ার বিরুদ্ধে ঐ অদ্ভুত ঔদাসীন্যের পাঁচিল তুলে দিতে। আর এক নচিকেতা আজ থেকে দু যুগ আগে এসেছিলেন, সেই জন্মের পান্ডুলিপিতে লেখা ছিল-
" তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায় নি..."
 আর ব্যারিটোনের পরোয়া না করেই একটা টোটা কাটা বুলেটের মতো বেদবাক্য লিখে তিনি হারিয়েছিলেন আগুনপাখির মতোই-
"এদেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে,/ ধর্ম না গ্রাস করে আমাদের পাছে..."
.আজ কোটি কোটি টাকা খরচ করে চলছে ভোট উৎসব। মুনাফার ক্ষীর খেয়ে যাচ্ছে নেতা-নেত্রীরা। সাধারণ মানুষ মরছে করোনার গ্রাসে। কারও কোনো ভ্রুক্ষেপ নেই। কর্পোরেটের টাকায়, জনতার রক্তঘাম ঝরানো টাকায় গড়ে উঠছে পোস্টার,ফেসটুন থেকে রোড র‍্যালি আরও কত কী!
আগুনপাখি জন্মে জন্মে জাতিস্মর নয়?আপনি নিশ্চিত?

Journalist Name : Avijit Das

Related News