ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম ভারতসফর

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতের মতই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল ব্রিটেন। এবার ভারতের সঙ্গেই সম্পর্ক জোরদার করতে মোদীর দেশে দু’দিনের সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত সফর করবেন তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ২১ এপ্রিল থেকে ভারতে তাঁর দুদিনের সফরকালে ভারতের মূল শিল্পগুলিতে বড় বিনিয়োগ ঘোষণা করবেন বলেই আশা করা হচ্ছে। সেই সঙ্গে “স্বৈরাচারী রাষ্ট্রগুলির” হুমকির মুখে পড়া গণতন্ত্রকে একসাথে থাকার জন্য চাপ দেবেন বলেও মনে করা হচ্ছে। ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার আহমেদাবাদের শীর্ষ স্থানীয় ব্যবসায়িকদের সাথে দেখা করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করে সফর শুরু করবেন। গুজরাটে, জনসন যুক্তরাজ্য এবং ভারতের মূল শিল্পে বড় বিনিয়োগ এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তিতে নতুন সহযোগিতার ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। ২২ এপ্রিল মোদীর সঙ্গে আলোচনার জন্য নয়াদিল্লি যাবেন বলেই জানানো হয়েছে।
সংবাদমাধ্যম সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০৩০ সালের রোডম্যাপ বাস্তবায়ন করার পাশাপাশি ভারত এবং ব্রিটেন এর মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও ভারত ও ব্রিটেন এর মধ্যে মজবুত কর্মসংস্থান তৈরি করা এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধির বিষয়টিও নজরে থাকবে দুই প্রধানমন্ত্রীর। দিল্লি বৈঠকে দুই দেশের মধ্যে ২০৩৫সাল পর্যন্ত বার্ষিক ২৮বিলিয়ন পাউন্ড ব্যবসা বৃদ্ধির সম্ভাবনার কথাও উঠে আসছে। ফলে বর্তমানে সংকটময় পরিস্থিতি মাঝে ভারত-ব্রিটেন বৈঠক আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News