করোনা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, আজ মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক

banner

#Pravati Sangbad Digital Desk:

তাহলে কি দেশে করোনার চতুর্থ ঢেউ আসন্ন? তৃতীয় ঢেউ যাওয়ার পর থেকে, করোনা-সতর্কতা ভুলেছেন অনেকেই! মুখ থেকে নেমেছে মাস্ক! উধাও সামাজিক দূরত্ব। ট্রেনে-বাসে বাদুরঝোলা ভিড়। যাদের সিংহভাগই মাস্কহীন। যে ছবি অনেকের মনেই আশঙ্কা তৈরি করেছে। একশ্রেণির মানুষের অসতর্কতার সুযোগে, গতবছর ঠিক এই সময়েই, ভারতে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। প্রাণ যায় লক্ষ লক্ষ মানুষের। এমন পরিস্থিতি নিয়ে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১২টা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হবে। করোনার চতুর্থ তরঙ্গের আশঙ্কার মধ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির এটাই প্রথম বৈঠক। এবং এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দিক থেকে দুই নেতা দুই মেরুতে অবস্থান করলেও রাজ্যের স্বার্থে এক মঞ্চে আসছেন তাঁরা। সূত্রের খবর এই বৈঠকে করোনার চতুর্থ ওয়েভ মোকাবিলার সবরকম প্রস্তুতি নেওয়া নিয়ে পর্যালোচনা করা হবে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল সহ একাধিক রাজ্যকে সতর্ক করেছে মোদী সরকার। এই বৈঠকে সারাদেশে করোনার বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার প্রস্তাব জারি হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। চতুর্থ ওয়েভে শিশুদের করোনা সংক্রমণ বেশি হবে বলে মনে করা হচ্ছে। সেকারণে শিশুদের সুরক্ষিত রাখতেই মোদী সরকার শিশুদের করোনা টিকা নিয়ে তত্‍পর হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে  শিশুদের দ্রুত টিকাকরণ করতে পারলে অনেকটাই রোধ করা যাবে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ।

গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই দেশে দুই হাজারের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগ রাজধানী দিল্লি নিয়ে। দিল্লিতে প্রতিদিন এক হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছেন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় কোভিডের ১২০৪টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। একইসঙ্গে ৮৬৩ সুস্থতা এবং ১ জনের মৃত্যুও রেকর্ড করা হয়েছে। দিল্লিতে সক্রিয় কেস ৪৫০৮ রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সারাদেশে ২৫০৬টি নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ১৯১০ জন সুস্থ হয়েছেন, ৬ জন মারা গেছেন। সামনেই একাধিক উত্‍সব রয়েছে। এই পরিস্থিতিতে সামান্য অসচেতন হলেও করোনা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে ২৪শে এপ্রিল রবিবার "মন কি বাত"- এ প্রধানমন্ত্রী জানান এবং করোনা সংক্রমণ থেকে বাঁচতে তিনি মানুষকে মাস্ক পরার এবং নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেন।

Journalist Name : SRIJITA MALLICK

Related News