Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

ফের নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে

banner

#Pravati Sangbad Digital Desk:

ইতিমধ্যেই বঙ্গে শীত অনুভূত হচ্ছে। কালীপুজোর পর থেকেই তাপমাত্রা কমেছে অনেকটাই। উত্তুরে হাওয়ার মাঝেই আবারও বৃষ্টির পূর্বাভাস  বঙ্গে। একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার রাতের পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

শীতের পথে কাঁটা নিম্নচাপ! রাতের দিকে তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীত এখনও অধরাই। সপ্তাহের শেষে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। কবে পড়বে শীত? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাতের দিকে তাপমাত্রার পারদ কমবে। ফলে হালকা শীত শীত ভাব অনুভূত হবে। কিন্তু, স্থায়ীভাবে ঠান্ডা উপভোগ করার জন্য এখনও অপেক্ষা করতে হবে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা কমবে ১ থেকে দুই ডিগ্রি। কিন্তু, কয়েকদিনের মধ্যে ফের উপরে যাবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি পর্যন্ত যেতে পারে।


এখন রাতের তাপমাত্রা একই থাকবে।৪৮ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।কলকাতায় দু'দিন পর থেকে ঠান্ডা কিছুটা কমবে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা। ৪৮ ঘন্টা পর থেকে আবারও বাধা পেতে চলেছে শীত। বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের জন্য জলীয়বাস্প আবারও প্রবেশ করবে। যার জেরে ২২ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলার দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।


আলিপুর আবহাওয়া দফতরের কথায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা অগ্রসর হচ্ছে তামিলনাডুর দিকে। এরফলে রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। সপ্তাহের শেষে পরিবর্তন ঘটবে আবহাওয়ার। বৃষ্টি বাড়তে পারে উপকূলের জেলাগুলিতে।

রবিবার থেকে সোমবার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে । দিনের বেলা সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী কাল পর্যন্ত রাতের বেলা তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। তবে আগামী দু' দিন পরে ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।


আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের দিকে সামান্য কমবে তাপমাত্রা। ভোরের দিকে থাকবে শীতের আমেজ। ভোরের আকাশে কুয়াশা থাকতে পারে।

শীতপ্রেমীদের কাছে এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। কবে থেকে স্থিতি  হবে শীত এই নিয়ে রীতিমতো কৌতুহলি তাঁরা। কিন্তু, স্থায়ীভাবে শীত পড়া নিয়ে এখনই কোনও আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। একটি নিম্নচাপের প্রভাব কেটেছে। জাঁকিয়ে বসেছে নতুন একটি নিম্নচাপ। এর জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। আবহাওয়াবিদদের কথায়, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে জাঁকিয়ে পড়বে শীত। তার আগে শীত স্থায়ী হবে না, জানাচ্ছেন তাঁরা। তবে ভোরের দিকে কমতে পারে তাপমাত্রার পারদ। শীত শীত ভাব অনুভূত হবে রাতের দিকেও।


Journalist Name : Sangita Rana