Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ গ্রেফতারে ত্রিপুরা অগ্নিগর্ভ

banner

#Agartala:

মত প্রকাশের সামান্য মৌলিক গণতান্ত্রিক অধিকারটুকুও নেই ত্রিপুরায়…    

তৃণমূলের যুব সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। তৃণমূলের যুব সভানেত্রীকে থানায় তলবে করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। দিনভর পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হল। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রচার ঘিরে রবিবার সকাল থেকেই তুমুল উত্তেজনা শুরু হয়। সব থেকে বড় ঘটনা হল ত্রিপুরাতে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষকে।


রবিবার সকালেই ত্রিপুরা পুলিশ তৃণমূল নেতা-নেত্রীরা যে হোটেলে ছিলেন, সেখানে হানা দেয়। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বঙ্গ তৃণমূলের সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বাধা দেন। তিনি নোটিশ দেখাতে বলেন। কোন অভিযোগে তাঁকে থানায় তলব করা হচ্ছে, তা জানতে চান। ত্রিপুরা পুলিশ কোনও নোটিশ দেখাতে পারেনি, তারপর সায়নী ঘোষকে অনুরোধ করা হয় থানায় আসার।


ত্রিপুরা পুলিশের সেই অনুরোধ মেনে সৌজন্যের খাতিরে সায়নী গিয়েছিলেন আগরতলা পূর্ব মহিলা থানায়। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তাঁকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছেন, ‘’খেলা হবে’’এই শ্লোগান দেওয়ার কারণেই ত্রিপুরা পুলিশ সায়নীকে গ্রেফতার করেছে। যদিও পুলিসের দাবি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাস দিয়ে যাওয়ার সময় জোরে গাড়ি চালিয়ে মানুষকে মারার চেষ্টা করার জন্য সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩ এ, ৫০৬, ৩০৭ ও ১২০বি-তে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে ত্রিপুরা পুলিশ। অন্যদিকে তৃণমূলের সুস্মিতা দেব অভিযোগ করে বলেছেন, “ত্রিপুরার পুলিশ নিরপেক্ষ নয়।” ঘটনার সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, ভোটের প্রচার সেরে ফেরার পথে চৌমুহনীতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার উদ্দেশে তিনি ‘খেলা হবে’ স্লোগান দেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটু মন্তব্যও করেন। পাশাপাশি  সায়নীর গাড়ি একজনকে চাপা দেয় বলেও অভিযোগ ওঠে। তাঁকে হাসপাতালে ভরতি করাতে হয়। এরপর রাতেই সায়নীকে গ্রেপ্তার করার জন্য  পুলিশ যায় পোলো হোটেলে। এখানেই রয়েছেন সায়নী-সহ তৃণমূল নেতৃত্ব। কিন্তু রাতে পুলিশের কাছে আইনি নোটিস দাবি করেন তৃণমূল নেতারা।  সায়নীকে থানায় নিয়ে যেতে বাধা দেন কুণাল ঘোষ।


তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে হোটেল থেকে ডেকে এনে গ্রেফতার করেছে পুলিশ। ত্রিপুরার পুলিশ বিজেপির দলদাসে পরিণত হয়েছে। যাঁরা হামলা চালাল তাঁরা গ্রেফতার হল না। আর যিনি গাড়িতে বসে খেলা হবে বললেন তিনি খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার। আজব কাণ্ড ত্রিপুরা পুলিশের। কুণাল ঘোষ বলেন, সায়নী ঘোষকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কোন অভিযোগে সায়নী ঘোষকে থানায় তলব করেছে, তা জানাতে পারেনি। তবু পুলিশের অনুরোধ মেনে সৌজন্যের খাতিরে সায়নী থানায় যান। ত্রিপুরার আগরতলায় মহিলা থানায় সায়নীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বিকেলে তাঁকে গ্রেফতার দেখানো হয়। কেন তাঁকে তলব করা হয়েছে তা জানতে আগরতলা মহিলা থানায় পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কুণাল-সায়নীরা। পুলিশ জানিয়েছে সায়নীকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু কেন, তার কোনও উত্তর মেলেনি। শেষে খেলা হবে স্লোগান দেওয়ার জন্য খুনের চেষ্টার মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হল। কুণাল ঘোষ বলেন, বিজেপি সরকারের রাজনৈতিক দেউলিয়াপনা প্রকট হয়ে উঠছে। কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই সায়নীকে জানিয়েছেন তাঁরা তাঁর পাশে আছেন। ত্রিপুরা ও গোটা ভারতের গণতন্ত্রপরেমী মানুষ সায়নীর পাশে থাকবেন। বিজেপির কথায় পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেচে সায়নীকে, তার জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেবেন তাঁরা।


অভিযোগ, কিছু দিন আগে সায়নী ঘোষ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিষয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই পরিপ্রেক্ষিতে রবিবার তৃণমূল নেত্রীকে আগরতলা পূর্ব মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা  হয়েছিল। তবে সায়নীকে আটক করার জন‍্য আইনি নোটিস কোথায়? প্রশ্ন আগেই তুলেছিলেন কুনাল, সুস্মিতারা। তাঁরা থানায় থাকাকালীনই নতুন করে রাজনৈতিক অশান্তি শুরু হয় থানার বাইরে। তৃণমূল-বিজেপির সংঘর্ষে ২ তৃণমূল কর্মী আহত হন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর চলে।


সোমবার আগরতলায় পদযাত্রা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যয়ের। আজ সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা যাওয়ার কথা ছিল। ত্রিপুরা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সন্ধ্যা সাত টার পর কোনো প্রাইভেট বিমান অবতরণ করতে পারবে না। তাই আজ নয় আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সায়নীকে গ্রেফতারের কারণে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরা যাচ্ছেন এমনটা সূত্রের খবর।

এই গ্রেপ্তারিতে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, থানায় তাণ্ডবকারীদের কেন গ্রেপ্তার করা হল না? মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সায়নীকে, প্রতিক্রিয়া রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। রাজ্যে অশান্তি সৃষ্টির কোনও চেষ্টাই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আগামী ২৫ তারিখ আগরতলায় পুরভোট। তার ঠিক আগে রাজ্য যুব তৃণমূলের সভানেত্রীর গ্রেপ্তারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।


জানা গিয়েছে, সায়নীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তি।

রবিবার সকাল ১১টা নাগাদ আগরতলার এক বেসরকারি হোটেলে পৌঁছায় ত্রিপুরার মহিলা পুলিশের এক বিশাল বাহিনী। সেখানেই ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, সায়নী ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। হোটেল কর্মচারীদের কাছে খবর পেয়ে একে একে সেখানে এসে হাজির হন তৃণমূল নেতৃত্ব। পুলিশের কাছে তাঁরা জানতে চান হঠাই করে কী কারণে তাদের এই আগমণ। পুলিশ আধিকারিকরা জানান সায়নী ঘোষকে একবার থানায় যেতে হবে, তাঁর সঙ্গে কিছু কথা বলার রয়েছে পুলিশের।

 

Journalist Name : Pravati Sangbad Digital Desk

Related News