ধস নামলো শেয়ার বাজারে!! ভারতের অর্থনীতিতে রক্তক্ষয় অবস্থা

banner

#Pravati Sangbad Digital Desk:

টানা চারদিন ধরে ধস শেয়ার বাজারে।মার্কিন ডলারের তুলনায় ফের পতন হলো ভারতীয় টাকার দামের।বৃহস্পতিবার সকালে টাকার দর ডলারের তুলনায় ৩০ পয়সা কমে গিয়েছে। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় ডলারের তুলনায় টাকার দর ছিল ৭৭ টাকা ২৪ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার সময় তা আরও কমে দাঁড়ায় ৭৭ টাকা ৪১ পয়সা। তারপরও টাকার দরে ধস অব্যাহত। এই নিয়ে গত ৪ দিনে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। 
অন্যদিকে,১১ই মে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিলো ৫৪,০৮৮.৩৯ পয়েন্টে। ১২ই মে সকালে বাজার খোলার সময় তা নেমে হয় ৫৩,৬০৮.৩৫। এরপর তা আরও কমতে থাকে। সেনসেক্সের পাশাপাশি নিফটির ক্ষেত্রেও একই ঘটনা। ১৬,০০০ এর নিচে নেমে গেলো নিফটি। এক ঘন্টা ছাড়াতে না ছাড়াতেই হুড়মুড়িয়ে পড়ে যায় বাজার। দুপুর দেড়টা নাগাদ ৫৩ হাজার ৫৯২ সূচকে নেমে দাঁড়ায় সেনসেক্স। পরে সেই ধাক্কা সামলে উঠে ৫৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। তবে বেশিদূর এগোতে পারেনি। বাজার বন্ধের সময় ২৭৬ দশমিক ৪৬ সূচক হারিয়ে ৫৪ হাজার ৮৮ দশমিক ৩৯ সূচকে বন্ধ হয় সেনসেক্স। আর ৭২ দশমিক ৯৫ পয়েন্ট খুঁইয়ে দীর্ঘদিন বাদে ১৬ হাজার ২০০ সূচকের নিচে নেমে যায় নিফটি। বাজার বন্ধের সময় নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৭ দশমিক ১০ পয়েন্টে। এদিন ১২ই মে সকালে বাজার খোলার সময় নিফটি আরও কমে ছিলো ১৬,০২১.১০ পয়েন্টে। এই মুহূর্তে নিফটি রয়েছে ১৫,৮৭৮.৭৫ পয়েন্টে। অর্থাত্‍ নিফটি পড়েছে ২৮৮.৩৫ পয়েন্টের বেশি। সেনসেক্সে এখনও পর্যন্ত এদিনের ডে হাই ৫৩,৬৩২.৫৫ এবং ডে হাই ৫৩,০৪৭.৭৫ পয়েন্ট। অন্যদিকে নিফটিতে এদিন এখনও পর্যন্ত ডে হাই ১৬,০৪১.৯৫ পয়েন্ট এবং ডে-হাই ১৫,৮৪৮.১০ পয়েন্ট।

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

দেশ
Related News