সাত দশকেরও পরে ফের একবার থমাস কাপের ফাইনালে ভারত

banner

#Pravati Sangbad Digital Desk:

৭৩ বছরের অপেক্ষার অবসান। ৭৩ বছর পর ফের থমাস কাপের ফাইনালে ভারত। ৪৩ বছর আগে থমাস কাপে পদক পেয়েছিল ভারত, কিন্তু তাও সেমিফাইনালে, ফাইনালের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিলো ভারতের,তবে এই বছর প্রণয়ের হাত ধরে ৭৩ বছর পর আবারপ একবার থমাস কাপের ফাইনালে উঠলো ভারত। থমাস কাপের সেমিফাইনালে ডেনমার্ককে ৩-২ ব্যাবধানে হারায় ভারত। বিপরীত পক্ষ ডেনমার্ককে হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করার পাশাপাশি রূপোর পদকও জিতে নিয়েছে ভারতীয় খেলোয়াড়রা। তবে ভারতের লক্ষ্য এখনও থমাস কাপ ফাইনাল জিতে সোনার পদক পাওয়া। ৭৩ বছর পর ভারতকে থমাস কাপ জয়ের স্বপ্ন দেখিয়েছে এইচ এস প্রণয় এবং কিদম্বি শ্রীকান্ত। এই দুই ব্যাটমিন্টন তারকার চোখ দিয়ে এখন ফাইনাল জেতার স্বপ্ন দেখছে ভারতবাসী।
প্রথম দিকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল ভারত, কিন্তু তারপরেই খেলার মোড় ঘুরে যায়, ২-১ ব্যাবধানে এগিয়ে যায় ভারতীয় শাটলাররা, দ্বিতীয় বারের সময় আবার টাই হয়ে যায়, কিন্তু তৃতীয় ডাবলসে ভারতকে জিতিয়ে ফাইনালে পৌঁছে দেয় ভারতীয় শাটলাররা। এদিন প্রথম সিঙ্গেলসে ভারতের হয়ে খেলতে নামেন শাটলার লক্ষ্য সেন কিন্তু ডেনমার্কের কাছে হেরে যান তিনি,পরে দ্বিতীয় সিঙ্গেলস এর শুরুতে কিদম্বি শ্রীকান্তর সাথে ডেনমার্কের আন্দ্রে অ্যান্টনসেন এর লড়াইয়ে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় সিঙ্গেলসের শেষে স্কোর দাড়ায় ২১-১৮, ১২-২১, ২১-১৫ ফলে ২-১ ব্যাবধানে এগিয়ে যায় ভারত। তবে একবারে শেষ সিঙ্গেলসে অর্থাৎ তৃতীয় দফায় নামেন প্রনয়, উল্টো দিকে ডেনমার্কের রাসমাস গেমকে। যদিও প্রথম দিকে হেরে খানিকটা পিছু হাঁটতে হয়েছিল প্রণয়কে কিন্তু পরে দুর্দান্ত ম্যাচের সাহায্যে পর পর দুটি গেম জিতে ভারতকে ফাইনালে তোলেন প্রণয়।

Journalist Name : Sabyasachi Chatterjee