দেখা দিলো এক অন্ধকারাচ্ছন্ন মহাজাগতিক ছবি

banner

#Pravati Sangbad Digital Desk:

বৈজ্ঞানিক ভাষায় যাকে ব্ল্যাকহোল বলে তাকে আমরা সবাই ছায়াপথ বলেই চিনি। এই ছায়াপথে রয়েছে বিশাল অন্ধকারাচ্ছন্ন জায়গা সেটিকেই বলা হয় ব্ল্যাক হোল। এতদিন ধরে আমরা সবাই এর নাম জানতাম এবার প্রকাশ্যে অন্ধকারাচ্ছন্ন ব্ল্যাক হোলের ছবি। আমরা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের বসবাস করি এই সৌরজগতের মধ্যেই আছে গ্যালাক্সি যার মধ্যেই অবস্থান করছে ব্ল্যাক হোল।
এতদিন পর্যন্ত মহাকাশবিজ্ঞানীরা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন যেখানে তারা দেখেন একটি অদৃশ্য জিনিস এবং তার চারপাশে ঘুরছে সমস্ত নক্ষত্র। ইন্টার মহাকাশবিজ্ঞানীরা সেটি আবিষ্কার করে এবং স্পষ্টভাবে স্য়াগিটেরিয়াস নামক ব্ল্যাকহোল আবিষ্কার করেন যে পৃথিবী থেকে 27 হাজার আলোকবর্ষ দূরে আছে। 'ইভেন্ট হরাইজন টেলিস্কোপ' নামে এক সংস্থা এটি নিয়ে গবেষণা চালাচ্ছেন এবং তারাই এই অভূতপূর্ব ছবি সামনে আনেন। ছবিটিতে চারিদিকে উজ্জল অনেক গ্যাস দেখে বোঝা যাচ্ছে মাঝখানে ব্ল্যাকহোল অবস্থান করছে এবং তার চারপাশে ভাসতে থাকা গ্যাসের আলো বেশ জোরালো। বিজ্ঞানীরা নিজেদের একটি টিম তৈরি করে টেলিস্কোপ এর সাহায্যে মহাকাশে সবসময় নজরদারি রাখেন এবং এই টেলিস্কোপ এর সাথে পৃথিবীর সমস্ত রেডিও অবজারভেটরির যোগ আছে। তারা আবিষ্কার করে বের করেন পৃথিবী থেকে প্রায় 27 হাজার আলোকবর্ষ দূরে আছে এই ব্ল্যাক হোল। এতদিন পর্যন্ত রাতের পর রাত ওই টেলিস্কোপ এর মাধ্যমে মহাকাশে নজরদারি রাখেন বিজ্ঞানীরা। তবে এতদিন পর্যন্ত তারা এম৮৭   নামে যে ব্ল্যাকহোল টি আবিষ্কার করেছিলেন সেটি মেসিয়ার ৮৭ নামে অন্য একটি গ্যালাক্সির মধ্যে অবস্থান করছে এবং দুটি ব্ল্যাক হোল একই রকম দেখতে শুধু আকারের তফাত। এইবার তারা যে ছবিটি পেয়েছে তার ওপর তথ্য বিশ্লেষণ করা শুরু করেছে।

Journalist Name : Sagarika Chakraborty