Flash news
    No Flash News Today..!!
Sunday, May 12, 2024

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বীর চক্র পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

উইং কমান্ডার অভিনন্দন বর্তমান নাম এই প্রথমবার শুনছেন এমন ভারতবাসী হয়তো নেই বললেই চলে। পুলওয়ামার সন্ত্রাসী হামলার জবাবে ২০১৯ এর ফেব্রুয়ারি এয়ারস্ট্রাইক করে ভারত৷ এরপর ২৭ ফেব্রুয়ারি পাকবায়ুসেনার ভারতের সীমানায় ঢোকার জবাব দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন অভিনন্দন। মিগ-২১ এর মতো পুরনো মডেলের যুদ্ধবিমান নিয়েই তাড়া করেছিলেন আমেরিকা থেকে কেনা পাকিস্তানের অত্যাধুনিক এই-১৬ বিমানকে৷ এরপর অভিনন্দনের বিমান ভেঙে পড়ে পাকিস্তানে। সেখানে শত অত্যাচারেও মুখ খোলেননি অভিনন্দন৷ আর্ন্তজাতিক কূটনৈতিক নিয়মে এরপর দেশে ফেরেন অভিনন্দন। এর আগে তাঁকে গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নিত করেছিল ভারতীয় বায়ু সেনা, এবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে তুলে দিলেন বীরচক্র পুরষ্কার৷পরমবীর চক্র এবং মহাবীর চক্রের পর এটি হলো ভারতের তৃতীয় সম্মান।

দু'বছর আগে অভিনন্দন পুরনো মিগ-২১ নিয়ে জোর টক্কর দিয়েছিলেন পাকিস্তানি এফ-১৬কে। সম্মুখসমরে একটি পাক বিমান ধ্বংসও করে দিয়েছিলেন। এবার সেই অভিনন্দন বর্তমানকেই বীর চক্র সম্মানে সম্মানিত করা হল। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই পুরস্কার নেন তিনি।


২০১৯ এর ফেব্রুয়ারির ঘটনা প্রায় সকলেরই জানা। ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা করেছিল জইশ-ই-মহম্মদ জঙ্গি। সেই হামলায় মারা গিয়েছিলেন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান। তারই বদলা নেয় ভারত। পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটি উড়িয়ে দেয় তারা।ইজরায়েলি স্পাইস-২০০০ বোমা ফেলে আসে ভারতীয় বায়ুসেনার মিরাজ। জানা যায়, ৩০০র বেশি জঙ্গিকে খতম করেছে সেনা।


এরপরেই পালটা আক্রমণ করে পাকিস্তান৷ ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ এ ইসলামাবাদের নির্দেশে উড়ে আসে আমেরিকার দেওয়া এফ-১৬। তার জবাব দিতে গিয়েই একটি এফ-১৬কে ধ্বংস করেন অভিনন্দন। তৃতীয় জেনারেশনের বুড়ো যুদ্ধবিমান মিগ-২১ নিয়ে পঞ্চম প্রজন্মের এফ-১৬কে কড়া টক্কর দেন তিনি। তবে আরও একটি এফ১৬কে তাড়া করতে গিয়েই ধরা পড়ে যান অভিনন্দন। এফ-১৬ এর আঘাতে ধ্বংস হয় তাঁর মিগ-২১ বাইসনও। প্যারাশ্যুটে নেমে আসেন পাক অধিকৃত কাশ্মীরে।


তবে যুদ্ধবন্দী হয়ে বাকি জীবন কাটাতে হয়নি অভিনন্দনকে। ভারত সরকারের চাপে মাথা নত করেছিল ইসলামাবাদ। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ওয়াঘা বর্ডার দিয়ে সসম্মানে ফিরিয়ে দিয়েছিল ইমরানের সরকার। বিশেষজ্ঞরা মনে করেন, অভিনন্দনকে ফিরিয়ে না দিলে আরও একটা যুদ্ধ লাগা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। তাঁর মানসিক কাঠিন্য এখনও বহু শিক্ষানবিশদের কাছে উদাহরণ। বিশেষত যেভাবে পাক সেনার প্রশ্নের জবাবে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছিলেন, বলে উঠেছিলেন, 'i am not supposed to tell you'। তা এখনও অনুপ্রেরণা জোগায় বহু সেনা আধিকারিককে।


খবর সূত্রে জানা যায় 14 ই আগস্ট বীরত্ব সম্মানে তালিকা প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর 15 ই আগস্ট আনুষ্ঠানিকভাবে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এবং আরো বাকিদের সম্মানিত করা হয়। ভারতের ইতিহাসে অভিনন্দন এই হলেন প্রথম ফাইটার পাইলট যিনি F-16 কে গুলিবিদ্ধ করেছিলেন। সেই ঘটনার পর বায়ু সেনা প্রধান অভিনন্দন বর্তমান কে কিছুদিন রেস্ট নিতে বলেছেন। কিন্তু তিনি নিজের কাজে এতটাই মনোযোগী যে তিনি বেশিদিন ছুটিতে থাকতে পারেননি। ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনের তার রিপোর্টা না আসা পর্যন্ত আকাশে ওড়ার ছাড়পত্র পাচ্ছেন না অভিনন্দন। আপাতত তিনি এখন প্রশাসনিক বিভাগের দায়িত্ব পালন করছেন। তবে মনে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই পুরনো ছন্দে ফিরে আসবেন তিনি। প্রসঙ্গত অভিনন্দন কে সম্মান জানানোর জন্য বায়ুসেনা একটি ভিডিও গেম লঞ্চ করেছে। গেমটির নাম হলো ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স – এ কাট অ্যাবাভ’।

অনলাইনে গেমটিতে অভিনন্দন বর্তমানের মত দেখতে একজনকে ম্যাসকট বানানো হয়েছে। এবার রিয়েল লাইফেও এবার সেই অভিনন্দনকেই বীর চক্রে সম্মানিত করল ভারত সরকার।


Journalist Name : Sangita Rana