অক্টোপাস, প্রাণীটি আদতে নিরীহ হলেও বাচ্চা জন্ম দেওয়ার আগে সঙ্গির প্রাণ নিতেও দুবার ভাবে না! কিন্তু কেন

banner

#Pravati Sangbad Digital Desk:

অক্টোপাস আমরা সকলেই এই সামুদ্রিক প্রাণীটির সাথে কম বেশি পরিচিত। এরা সাধারণত শামুক বা ঝিনুকের সম্প্রদায় ভুক্ত, আর সাধারণত ধির গতি সম্পন্ন একটি প্রাণী। এদের মাথার ঠিক নিচেই রয়েছে আটটি পা, যা দিয়ে এরা চলাফেরা করে থাকে, বিশ্বে প্রায় ১৫০ প্রজাতির অক্টোপাস রয়েছে।তবে এই ধীর গতি সম্পন্ন সামুদ্রিক প্রাণীটি সঙ্গমের ঠিক পরেই সঙ্গির সাথে রীতিমতো ঝামেলাতে নেমে পরে, কিন্তু তারা এই অদ্ভুত আচরণ ঠিক কেন করে, তা সমুদ্র বিজ্ঞানীদের কাছে এত দিন অধরাই ছিল, কিন্তু বর্তমানে এর পেছনের আসল কারণটি সামনে এসেছে। সম্প্রতি কারেন্ট বায়োলজি নামক পত্রিকায় এই রিপোর্ট প্রকাশিত হয়েছে, আর তাতে বিজ্ঞানীরা দাবি করছেন ঠিক ডিম পাড়ার আগের মুহূর্তে অক্টোপাসের শরীরের মধ্যে রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয় আর তার কারনেই অক্টোপাসরা এই ধরনের অস্বাভাবিক আচরণ করে থাকে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, অক্টোপাসের মধ্যে নিজেদের সম্প্রদায়কে নিজেরাই ধ্বংস করার এক প্রবণতা রয়েছে, এমনকি অনেক সময় দেখাও গিয়েছে অনেক বড় অক্টোপাসই নিজেদের থেকে ছোট অক্টোপাসদের কিংবা অন্য অক্টোপাসের ডিম খেয়ে ফেলেছে।ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ জেড ইয়ং ওয়্যাং জানিয়েছেন, “ এত দিন পর্যন্ত অনেক বিজ্ঞানীই অক্টোপাসের এই কারণ জানার বহু চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই তারা এর রফাসুত্র বের করতে পারনি, তবে এখন স্পট বোঝায় যাচ্ছে যে অক্টোপাসেরা নিজেদের বাচ্চা বাঁচানোর জন্য এবং বংশ বৃদ্ধি করার জন্য এমন আচরণ করে থাকে”।তাছাড়া কারেন্ট বায়োলজি পত্রিকায় আরও বলা হয়েছে, সঙ্গমের পরে ডিম পাড়ার ঠিক আগের মুহূর্তে অক্টোপাসের দেহে প্রচুর পরিমানে স্টেরয়েড উৎপন্ন হয়, যার কারনেই তারা একে ওপরের সাথে খণ্ডযুদ্ধে লিপ্ত হয়ে নিজেদের বাচ্চাদের জীবন বাঁচায়।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News