রান্নার গ্যাসের ভর্তুকি কারা পাবেন জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রতিমাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নাভিশ্বাস হয়ে উঠছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির। এই পরিস্থিতিতে অনেকেই এখন রান্নার গ্যাস ছেড়ে কাঠ-কয়লার উনুনে ফিরে আসছেন। অন্যদিকে, চড়া দামে গ্যাসের সিলিন্ডার কেনার পর এই সকল পরিবারের সদস্যরা ভর্তুকির দিকে তাকিয়ে থাকেন কেননা, সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর যে ভর্তুকি দেওয়া হয় তাতে কিছুটা হলেও স্বস্তি মেলে। কিন্তু, বর্তমানে এই ভর্তুকি নিয়ে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বড় আশঙ্কা তৈরি হয়েছে।
১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের এখন যা দাম তাতে অধিকাংশ জায়গায় গ্রাহকদের মাসে ১১০০ টাকার কাছাকাছি খরচ করতে হচ্ছে। সেই জায়গায় কোথাও ভর্তুকি মিলছে শূন্য, আবার কোথাও ভর্তুকি মিলছে ১৯.৫৭ টাকা। চাপের মুখে সম্প্রতি কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এ বছর প্রায় ৯ কোটি মানুষকে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এই যোজনা মূলত গ্রামাঞ্চলে দরিদ্র পরিবারের ঘরে এলপিজি গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার জন্যই এনেছিল কেন্দ্র এবং যারা এর মাধ্যমে উপকৃত হবেন তাঁদের মধ্যে তফসিলি জাতি ও উপজাতির পরিবার, পিছিয়ে পড়া শ্রেণী এবং অন্ন যোজনার সুবিধাপ্রাপ্ত এমন পরিবার তালিকাভুক্ত। এছাড়া, চা এবং চা বাগানে প্রাক্তন কর্মচারী এবং বর্তমান প্রাপ্তবয়স্ক মহিলা। দেশের দরিদ্র মানুষেরাও এই যোজনার সুবিধা নিতে পারবেন। তবে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮। তৈল মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, "বরাবরের জন্য ভর্তুকি চালু থাকবে এমনটা নয় এবং ভবিষ্যতে ধাপে ধাপে কমে আসবে"।

Journalist Name : SRIJITA MALLICK

Related News