রাজ্যের এসএসসি মামলা নিয়ে আবারও বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

banner

#Pravati Sangbad Digital Desk:

কোলকাতা হাইকোর্টে এসএসসি দুর্নীতির মামলা আজকের নয়, দীর্ঘসুত্রী এই মামলায় একের পর এক প্যানেল বাতিল করেছে কোলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে বেশ কিছু জনকে, যার মধ্যে নাম রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েরও। অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গত সপ্তাহতেই দু-বার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের জন্য। সম্প্রতি এসএসসি মামলার বেঞ্চ বদল করে গিয়ে পড়েছে বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে, কিন্তু তার পরেও স্বস্তি মিলল না। আজ আদালতে এসএসসি মামলার শুনানি ছিল, সেখানেই উঠে এলো আরও এক নতুন তথ্য। জানা গিয়েছে প্যানেলে অনেক পিছনে নাম থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে এক ব্যাক্তি, অভিযোগ শোনা মাত্রই বিচারপতি মান্থা সেই ব্যাক্তিকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে সিদ্দিকি গাজি নামক এক ব্যাক্তির নাম এসএসসি প্যানেলে ২৭৫ নম্বরে ছিল, কিন্তু এসএসসি ২০০ নম্বর পর্যন্তও নাম গ্রহণ করেনি, তাহলে ২৭৫ এ নাম থাকা সত্ত্বেও চাকরি পেল কি ভাবে? ঘটনা শোনা মাত্রই বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ মধ্যশিক্ষা পর্ষদকে উক্ত ব্যাক্তিকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। কিছু দিন আগেই এসএসসি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তবে নতুন করে তার কাছে এসএসসি মামলা না গেলেও আগের যেই সমস্ত মামলার শুনানি বাকি রয়েছে সেই সমস্ত মামলাগুলির নিষ্পত্তি করতে পারবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এসএসসি প্যানেল বাতিলের পরেও একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে, সেই সাথে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদেরও, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরাও।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News