Flash news
    No Flash News Today..!!
Sunday, May 12, 2024

আরও তিনটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বৃষ্টি

banner

#কলকাতা:

জোড়া ঘূর্ণাবর্তের জেরে রবিবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি। ভাসছে কলকাতা। নিম্নচাপের কারণে অতিবৃষ্টির ফলে বেশ কয়েকটি জেলাও জলমগ্ন। ইতিমধ্যে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। তবে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের একটি খবর। যা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে।

মৌসম বিভাগের  জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি ১৩ টি রাজ্য ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে৷ পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পাশাপাশি পশ্চিম রাজস্থান, গুজরাত, উত্তর ছত্তিশগড়, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উত্তর দক্ষিণ কর্ণাটক, গোয়া, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুর বেশ কিছু অংশে আগামী - ঘণ্টায় প্রবল বৃষ্টি হবে ৷ বজ্রবিদ্যুৎ সহ এই ভারী মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি ৷

আবহাওয়া অফিস থেকে নবান্নকে জানানো হয়েছে, আরও তিনটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বৃষ্টি। সূত্রের খবর, এরপরই নবান্নে তৎপরতা বেড়েছে। জেলাগুলোকে সতর্ক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য প্রত্যেক জেলাশাসককে আপৎকালীন ফান্ড পাঠানো হয়েছে। ৫৭৭টি ত্রাণ শিবির চলছে। যেখানে ৮০ হাজারের বেশি মানুষ রয়েছেন। বিপদ হতে পারে এমন জায়গা থেকে ইতিমধ্যে লক্ষ ৪১ হাজার মানুষকে সরিয়েছে প্রশাসন। 

কলকাতায় সেপ্টেম্বর মাসে বৃষ্টির ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টি৷ কলকাতায় সোমবার এত বৃষ্টি হয়েছে যে ১৩ বছরে সেপ্টেম্বরে এত বৃষ্টি কখনও হয়নি৷ সোমবারের প্রবল বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ এলাকা জলের নিচে ৷

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে। ফলে মঙ্গলবার থেকে কলকাতা-সহ পূর্বদিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে।       

মৌসম বিভাগের পূর্বাভাস  অনুযায়ি বাংলার দক্ষিণভাগের সমস্ত জেলাতে মঙ্গলবার সকালে মুক্তি হবে না৷ গত ২৪ ঘণ্টায় ১৪২ মিমি বৃষ্টি ২০০৭ - ২৫ সেপ্টেম্বর কলকাতায় ১৭৪. মিমি বৃষ্টি হয়েছিল৷ এদিকে ফের তৈরি হওয়া নিম্নচাপ ঘণীভূত হতে ইতিমধ্যেই শুরু করেছে এবং তার জেরে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা ফের জারি হয়েছে৷ আতঙ্কে প্রহর গুনছে দক্ষিণবঙ্গের মানুষ৷

Journalist Name : Priyasree

Tags: