ফের সাধারণ মানুষের পাশে সোনু সুদ

banner

#Pravati Sangbad Digital Desk:

"সোনু সুদ" অনেকের কাছেই এই নামটি ভগবানের থেকে কম নয়। ২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারির জন্য লকডাউনের কারনে দেশের বিভিন্ন প্রান্তে যখন আটকে পড়েছিল পরিযায়ী শ্রমিকরা। ঠিক, সেই সময় ত্রাতা হয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাড়িয়ে ছিলেন বলিউডের খ্যাতনামা এই তারকা। শ্রমিকদের বাড়ি ফেরার জন্য গাড়ি, খাবারের যোগান, ওষুধের ব্যবস্থা সব কিছুই তিনি করেছিলেন তার জমানো অর্থ থেকে। শুধু তাই নয় এই পরিযায়ী শ্রমিকদের জন্যকাজের সংস্থান-ও করেছিলেন ।  বড় পর্দার নায়ক থেকে  ধীরে ধীরে হয়ে ওঠেন সাধারণ মানুষের মনের নায়ক, বন্ধক রেখেছিলেন নিজের বাড়ি। দেশে বর্তমানে করোনা পরিস্থিতি আগের থেকে কিছুটা শান্ত, সমাজসেবা মূলক কাজে সোনুকে আর দেখতে পায় না সাধারণ মানুষ। তাই, অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি সমাজসেবা থেকে সরিয়ে নিয়েছেন সোনু সুদ? না, তা কিন্ত একেবারেই নয়। বিহারের অনামি এক গ্রাম, সেই গ্রামেরই এক শিশু কন্যা, নাম চাউমুখী জন্ম থেকেই আর পাঁচটা বাচ্চাদের থেকে আলাদা, জন্মসূত্রে চারটে হাত চারটে পা। সামনে জীবনের অনেকখানি পথ বাকি রয়েছে একরত্তির, ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। সম্প্রতি সোনু সুদ তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে সোনু সেই বাচ্চা মেয়েটির সাথে ছবি পোস্ট করেছেন, যাতে দেখা গিয়েছে বাচ্চাটির অস্ত্রোপচার হয়েছে সফল ভাবেই।  বর্তমানে শিশুটি দুটি হাত পা নিয়ে ভালোই রয়েছে সে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ‘সফল হয়েছে অস্ত্রোপচার, খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া হবে’। অন্যদিকে সোনু সুদ সোশ্যাল মিডিয়াই পোস্ট করে লিখেছেন, ‘আমাদের যাত্রা সফল হয়েছে’।

Journalist Name : sagarika chakraborty

Related News