নতুন কানেকশনেও গুনতে হবে বাড়তি টাকা ,উদ্বেগে রান্নার গ্যাসের গ্রাহকেরা

banner

#Pravati Sangbad Digital Desk:

গত কয়েক বছর ধরেই গৃহস্থালীর ক্ষেত্রে রান্নার গ্যাসের জনপ্রিয়তা বেড়েছে। কম সময়ে রান্না, পরিবেশ দূষণ কম হওয়া, পরিশ্রম কম হওয়ার কারণে এখন বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস কানেকশন। অন্যদিকে আবার দুঃস্থ দরিদ্রদের বাড়িতে এই গ্যাস কানেকশন পৌঁছে যাওয়ার কারণে রয়েছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। রান্নার গ্যাসের দাম হাজার ছাড়িয়েছে। তার মধ্যেই নতুন উদ্বেগের সৃষ্টি হল,এবার নতুন কানেকশন নিতেও গুনতে হবে বাড়তি টাকা! ঠিকই পড়েছেন। এবার থেকে নতুন কানেকশনের  জন্য দিতে হবে বাড়তি ৭৫০ টাকা। পূর্বে  এলপিজি সিলিন্ডারের কানেকশনের নতুন  গ্রাহকদের দিতে হত ১৪৫০ টাকা।একইভাবে, ১৫০ টাকার পরিবর্তে, আপনাকে রেগুলেটরের জন্য ২৫০ টাকা খরচ করতে হবে। ইন্ডিয়ান অয়েল,ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের প্রদত্ত তথ্যে বলা হয়েছে যে, ৫ কেজি সিলিন্ডারের নিরাপত্তা এখন ৮০০এর পরিবর্তে ১১৫০টাকা করা হয়েছে।
এতদিন নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে নেওয়ার জন্য গ্রাহকদের ১,৪৫০ টাকা দিতে হত। এক ধাক্কায় নতুন কানেকশনের খরচ ২২০০ টাকা করা হয়েছে। অর্থাত্‍ নতুন সংযোগের জন্য বাড়িতি ৭৫০ টাকা গুণতে হবে গ্রাহকদের। এই অতিরিক্ত টাকাটা সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিট বাবদ নিচ্ছে গ্যাস কোম্পানিগুলি। দাম বেড়েছে রেগুলেটররে। গ্যাস রেগুলেটরের জন্য দিতে হবে ২৫০ টাকা। পাসবুকের জন্য ২৫ টাকা ও পাইপের জন্য ১৫০ টাকা পৃথকভাবে দিতে হবে গ্রাহকদের। সব মিলিয়ে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ ও প্রথম সিলিন্ডারের জন্য গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে। যদি একজন উপভোক্তা দুটি সিলিন্ডারের সংযোগ নেন, তাহলে তাঁকে গুণতে হবে ৪,৪০০ টাকা।

গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা দরিদ্র মানুষেরা ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেলেও বাকিদের ক্ষেত্রে কিন্তু অসহ্য হয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাস। রান্নার গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি খরচ করতে হবে গ্রাহকদের। ১৪.২ কেজি হোক অথবা ৫ কেজি ওজনের রান্নার গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট চার্জ অনেকটাই বাড়ানো হয়েছে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে ১৬ জুন থেকে।

Journalist Name : SRIJITA MALLICK

Related News