আজ থেকে শুরু পাঁচ দিনের ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ, অভিষেক শ্রেয়াসের

banner

#গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম:

কিছু দিন আগেই ভারতের টি-টয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুবায়ে কিউয়িদের কাছে পরাজিত হয় বিরাট বাহিনী। তার পরেই রবিবার প্রায় বছর পর ক্রিকেটের নন্দনকানন ইডেনে ফের আন্তর্জাতিক টি-টয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে নাকানিচোবানি খায়িয়েছে হিটম্যানের ভারত। আজ থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ডরে টেস্ট সিরিজ কানপুরের কাল মাটির পিচে। এর আগে দুই দলকে ৬০ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নামতে দেখা গেছে। তার সাথেই অভিষেক ঘটছে শ্রেয়াস আইয়ারের, দেশের হয়ে ওয়ান ডে বা টি-টয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামলেও টেস্ট সিরিজে আজ তার প্রথম মাঠে নামা। বিরাটের বিশ্রাম নেওয়ার ফলেই জায়গা পেয়েছে শ্রেয়াস। তবে ২৬ বছরের শ্রেয়াসকে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে টিমে জায়গা করে নিতে হয়েছে। এছাড়া আছে আরও এক চমক লোকেশ রাহুল চোট পাওয়ার কারণে টিমে আনা হয়েছে সূর্যকান্ত যাদবকে।

কানপুর টেস্টে ওপেনার হিসাবে নামানো হবে মায়াঙ্ক আগরওয়াল শুবমিন গিলকে। তিনে চেতেশ্বর পূজারা, চার নম্বরে নামবেন শ্রেয়স আইয়ার। পাঁচে খেলবেন অধিনায়ক আজিঙ্ক রাহানে। উইকেটকিপার হিসেবে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে, যেটি এখনও পর্যন্ত টিমের সিদ্ধান্ত। এছাড়া টিমে থাকছে তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। দুই পেসার হিসেবে খেলতে দেখা যাবে ইশান্ত শর্মা, উমেশ যাদব বা মহম্মদ সিরাজের মধ্যে একজনকে। ইতিমধ্যেই টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আজিঙ্ক রাহানে। দ্রাবিড় যুগের শুরুতেই গত টি-টয়েন্টি ম্যাচে কিউয়িদের হারিয়ে খানিকটা মনোবল বারিয়ে ফেলেছে ভারত। ইতিহাসের পাতাই নজর দিলে দেখা যাবে ভারতের মাটিতে এর আগে মোট ৩৪ বার মুখমুখি হয়েছে দুই দোল, ভারত জিতেছে মোট ১৬ বার নিউজিল্যান্ড জিতেছে ১৬ বার আর ড্র হয়েছে মাত্র বার। সেই দৌড়ে খানিকটা এগিয়ে টিম ইন্ডিয়া। যদিও সাম্প্রতি টেস্ট ম্যাচের নিরিখে এগিয়ে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রদর্শন গত টেস্টের নিরিখে মোটেও আশানরুপ নয়। এছাড়া ২০১৯-২০ মরশুমে টেস্টে ভারত পরাজিত হয় কিউয়িদের কাছে। সাদাস্টনের যে পিচে মুখোমুখি হয়েছিল দুই দোল, তার সাথে কানপুরের কোন মিলই নেই, ভারত-নিউজিল্যান্ডের পিচ কেমন হবে তা নিয়ে মাথা ব্যাথা থেকেই যাচ্ছে ক্রিকেট মহলে। কানপুরের গ্রিনপার্ক স্টডিয়ামের পিচ তৈরি হয় মূলত কানপুর সংলগ্ন এক গ্রামের পুকুরের কাদা মাটি দিয়ে, তাই এই মাটি কালো বর্ণের, এই মাটির বিশিষ্ট হল প্রথম দিকে এই মাটি যথেষ্ট আদ্রতা ধরে রাখলেও যথেষ্ট জল না দিলে এই মাটি শুকিয়ে ফাট ধরে যায়, আর এই ফাটকেই কাজে লাগিয়ে নিজেদের কারিশ্মা দেখান স্পিনাররা। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে প্রতিদিন ৪০ লিটার জল পিচে দিতে হবে প্রয়োজনে তা বাড়ানোর কথাও বলা হয়েছে। ম্যাচ শুরুর আগে দেখা গেছে নতুন বল নিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছে আশ্বিনরা, এমনকি নতুন দায়িত্ব প্রাপ্ত কোচ রাহুল দ্রাবিড় নেটে অফস্পিন করলেন নিজেই। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের বক্তব্যভারতের মাটিতে টেস্ট হওয়া মানেই স্পিনাররা এক গুরুত্বপূর্ণ ভুমিকা নেবেই আমরাও সেই মতো অনুশীলন করছি।অন্যদিকে নিউজিল্যান্ডের স্পিনাররা ভারতীয় স্পিনারদের অভিজ্ঞতার দিকে নেহাতই শিশু।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News