টেট কেলেঙ্কারির জেরে পদ খোয়ালেন পর্ষদ সভাপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

টেট কেলেঙ্কারির জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। নয়া সভাপতি নিয়োগের কথাও বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপাতত নতুন সভাপতি না আসা পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাবেন পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচি। 
এদিন সভাপতি টেট পরিক্ষার যাবতীয় নথিপত্র আদালতে জমা দিলে সেই নথি ফরেনসিককে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর অনুযায়ী, ২০১৭-এর ওই নথিতে দেখা গেছে বোর্ডের কর্তা অভীক মজুমদার ও ঋত্বিক মল্লিকের সইয়ের নীচে কোন তারিখ নেই, তাই সেই স্বাক্ষর নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। উল্লেখ্য, বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যদিও, আদালতে জমা দেওয়া তথ্য অনুযায়ী ২৬৯ নয় ২৭৩ জনকে বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News