রাষ্ট্রপতি পদের জন্য যশবন্ত সিনহার সাথে কি লড়বেন বেঙ্কাইয়া নাইডু? জল্পনা তুঙ্গে

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামি রাষ্ট্রপতি নির্বাচনে গেরুয়া শিবির থেকে কে লড়বেন তাই নিয়ে আজকে বৈঠকে বসছে বিজেপি। প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি থাকবেন বলে জানিয়েছেন। আর এই বৈঠকের আগে জল্পনা উস্কে আমিত সাহ , রাজনাথ সিং এবং জে পি নাড্ডা উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে গিয়ে দেখা করে আসেন। উল্লেখ্য, আজকের এই বৈঠকের পরে এন ডি এর তরফ থেকে কে রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন সেই নাম ঘোষণা করবেন বিজেপির সর্বোচ্চ সংসদীয় বোর্ড। অন্যদিকে, বিরোধী দলের হয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন না বলে জানিয়েছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী। এরফলে, বিরোধী শিবির পুনরায় বৈঠকে বসে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত না থাকার দরুন তার পরিবর্তে অভিষেক সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী কমলনাথ যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেন। সুত্রের খবর অনুযায়ী,  টুইট করে তিনি যে রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন তা নিজেই ইঙ্গিত দেন। সুত্রের খবর অনুযায়ী, বিরোধী জোটের প্রতিনিধিরা সর্বসম্মতে তা গ্রহন করেছেন।  

Journalist Name : Tamoghna Mukherjee

Related News