যুগান্তকারী পদক্ষেপ পুরাতত্ত্ব বিভাগেরঃ বিষ্ণুপুর মন্দিরে স্থাপন করা হচ্ছে ব্রেইল হস্তাক্ষরে বোর্ড

banner

#Pravati Sangbad Digital Desk:

বাংলায় প্রথমবার বিষ্ণুপুর মন্দিরে ব্রেইল পদ্ধতিতে লেখা বোর্ড স্থাপন করতে চলেছে পুরাতত্ত্ব বিভাগ। বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী মন্দির সম্পর্কে দৃষ্টিহীন পর্যটকেদের জন্য এই যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। পুরাতত্ত্ব বিভাগের কলকাতা সার্কেলের প্রধান সুভা মজুমদার-এর কথায়, “ এই পদক্ষেপ  মন্দিরকে দৃষ্টিহীন পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে, এরই সাথে ওই পর্যটকদের মন্দিরের ইতিহাস জানতে সাহায্য করবে। তিনি এও বলেন, কলকাতার মেটকাফ হলে( চার্লস মেটকাফের নামাঙ্কিত) এরকম ব্রেইলে বোর্ড লাগানো হয়েছে। কিন্তু এর ফলে কতজন দৃষ্টিহীন পর্যটক সেখানে প্রতিদিন আসছে সেই হিসেব পাওয়া খুবই কঠিন, কারণ সেখানে আলাদা কোনো টিকিট রাখা হয়নি। সংবেদন এনজিও র প্রধান সমিত সাহা-র কথায়, বেশিরভাগ দৃষ্টিহীন ছাত্রেরা কলা বিভাগে পড়াশুনা করে। ব্রেইল পদ্ধতির বোর্ড সেইসব ছাত্রদের সহায়তা করবে।
 মধ্যে রসমঞ্চ,জোড়বাংলা, শ্যামরাই মাজার এই তিনটি মনুমেন্ট দেখতে গেলে দর্শনার্থী দের টিকিট কাটতে হয়। এখন ওই মন্দিরগুলিতে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় বোর্ডে আংশিকভাবে লেখা থাকে;আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা এএসআইএর বিভাগীয় প্রধানের কথায়,  বিষ্ণুপুর মন্দিরগাত্রে ব্রেইল বোর্ড লাগানোর প্রয়াস সফল হলে অন্যান্য মন্দিরের ক্ষেত্রে ( যেমন পূর্ব-বর্ধমানের কালনার কিছু মন্দিরে) এই পদ্ধতির প্রয়োগ বিস্তার করা হবে।

Journalist Name : Tamoghna Mukhejee

Tags:

Related News