ইংল্যান্ড সিরিজের আগেই বড় ধাক্কা, করোনা আক্রান্ত রোহিত শর্মা

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় ক্রিকেট দলে ফের কোভিডের হানা, করোনা আক্রান্ত রোহিত শর্মা। ইরিমধ্যেই দেশের মাটিতে শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের টি-২০ সিরিজ, সেখানেও উপস্থিত ছিলেন না রোহিত শর্মা বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যানরা। ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, “ রোহিতদের সব ম্যাচে খেলতে হবে এই রকম কোন কথা নেই, তারা সিনিয়ার প্লেয়ার, অনেক সময় তাদের শারীরিক এবং মানসিক বিশ্রামের কথা আমাদের ভাবতে হয়”, দ্রাবিড় আরও বলেছিলেন, “ সামনে ইংল্যান্ডের সাথে বড় ম্যাচ রয়েছে তার আগে রোহিত, বিরাটদের মানসিক বিশ্রামের দরকার”।
কিন্তু এ যেন ঠিক উল্টো পুরাণ, ম্যাচ শুরু আগেই করোনা আক্রান্ত রোহিত শর্মা। জানা গিয়েছে তিনি হোটেলেই আইসোলেশনে রয়েছে। গত শনিবার র‍্যাপিড টেস্ট করায় রোহিত, তার পরেই তার রিপোর্ট পজিটিভ এসেছে, সূত্রের খবর রবিবার আরটিপিসিআর টেস্টও হয়েছে রোহিত শর্মার, বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। উল্লেখ্য, গত বছর ভারত বনাম ইংল্যান্ড ৫ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজিত হয়েছিল, কিন্তু করোনার কারণে ৪টে ম্যাচের পরেই বন্ধ হয়ে যায় সিরিজ, দুই দেশের ক্রিকেট কর্তাদের মধ্যে আলোচনার পরে ঠিক হয় বাকি একটি ম্যাচ ২০২০ সালে কোভিড পরিস্থিতি একটু উন্নত হলেই শুরু হবে। ঠিক সেই ভাবেই শেষ ম্যাচ শুরু কথা ছিল ১লা জুলাই ইংল্যান্ডের বাকিংহামে, কিন্তু তার আগেই বড় বিপত্তি ভারতীয় দলে। অন্যদিকে রোহিত শর্মার পাশাপাশি করোনা আক্রান্ত আশ্বিন। তিনিও ইংল্যান্ড সফরে যেতে পারেননি। তবে বাকিদের সকলেই উপস্থিত প্র্যাকটিস ম্যাচে, উপস্থিত রয়েছেন বিরাট কোহলিও। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News