মহারাষ্ট্রে রাজনীতিঃ নাটকীয় পরিবর্তনে শিন্ডে-পওয়ার মিলেমিশে একাকার

banner

#Pravati Sangbad Digital Desk:

১৯৭৮ সালে শরদ পাওয়ার যখন কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি তে যোগ দেন তখনকার অবস্থা আর ২০২২ এ  একনাথ শিন্ডের শিব সেনা ছেড়ে বেরিয়ে আসার দৃশ্যপট কোথাও একটা গিয়ে যেন মিলে গেল। সেই ১৯৭৮ সাল থেকে বিজেপির একছত্র আধিপত্য ইউ পি এ সরকারের আমলেও চোখে পড়ার মত ছিল। ওই অপ্রত্যাশিত সরকার পতনের পরে ২০১৯ পর্যন্ত এন ডি এ জোট কার্যত একাধিপত্য চালিয়ে গিয়েছিল। ১৯৭৮ সালে বালা সাহেব ঠাকরের শিব সেনা দলের সাথে জোট গড়ে  এন ডি এ জোট কার্যত অপ্রতিরোধ্য হয়ে পরে। এরপরে বালা সাহেবের মৃত্যুর পরে তার পুত্র উদ্ধব ঠাকরে ২০১৯ সালে এন ডি এ জোট ছেড়ে ইউ পি এ-র সাথে মহা বিকাশ আঘাদি নামে জোট গঠন করলে বিজেপির একটানা শাসনের অবসান ঘটে। এরপরে ২০২০ থেকে ২০২২ মাত্র দুই বছর ইউ পি এ জোট মহারাষ্ট্র শাসন করতে সক্ষম হল এবং উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের মাধ্যমে মহারাষ্ট্র সরকারে শিব সেনা দলের একাধিপত্যের অবসান হল। 
শরদ পাওয়ার ঠিক এই ভাবেই ১৯৭৮ সালে হঠাৎ একদিন রাজভবনে হাজির হন এবং জানান তিনি ৩৮ বিধায়ক নিয়ে পৃথক দল গঠন করতে চান ঠিক যেরকম একনাথ শিন্ডে ৪০ জনকে নিয়ে শিব সেনা থেকে বেরিয়ে পৃথকভাবে গুজরাতে থাকতে শুরু করেন। অন্যদিকে, তখনকার সরকার বসন্ত দাদা পাতিল  সরকার গড়েছিল অতিরিক্ত ৪টি আসনের সৌজন্যে। ঠিক একই ভাবে উদ্ধব ঠাকরে সরকার গড়ে জোটের অতিরিক্ত আসনের ওপর নির্ভর করে। কিন্তু সেই সময়ে প্রাথমিকভাবে বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনা সত্ত্বেও পাওয়ারের দৌলতে প্রাথমিকভাবে সরকার পতন রোধ হয়েছিলো, যদিও এর কিছুদিন পরেই সরকারের পতন সেই শরদ পাওয়ারের হাতেই হয়। অবশেষে ৭৮-এর বিদ্রোহের পরে মহারাষ্ট্রের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে ওই পদে নিযুক্ত হন ৩৮ বছর বর্ষীয় শরদ পাওয়ার, ঠিক সেইভাবেই ২০২২-এর বিদ্রহের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন অটো- রিকশা চালক একনাথ শিন্ডে। মজার বিষয় হল, সেই সময়েও এন ডি এ সরকারের হাতে বেশি আসন থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হয়েছিলেন শরদ পাওয়ার, শিন্ডের ক্ষেত্রে যেন সেই অঙ্কেরই পুনরাবৃত্তি হল।

Journalist Name : Tamoghna Mukherjee

Related News