বৃহস্পতিবারই "আস্থা ভোটের" নির্দেশ মহারাষ্ট্রের রাজ্যপালের!!

banner

#Pravati Sangbad Digital Desk:

মহারাষ্ট্রের মহাসংকটে এবার অগ্নিপরীক্ষার মুখে উদ্ধব ঠাকরে । বৃহস্পতিবারই তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। জানিয়ে দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই মহা বিকাশ আঘাড়ি সরকারের বিধায়কদের ফ্লোর টেস্ট হতে চলেছে। এদিকে, ইতিমধ্যেই অনুগামীদের নিয়ে গুয়াহাটির কামাক্ষা মন্দিরে পুজো দিয়েছেন একনাথ শিন্ডে। সেখান থেকেই জানিয়েছেন, বৃহস্পতিবারই মুম্বই পৌঁছচ্ছেন তিনি। এদিকে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ডাক পাওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে উদ্ধব ঠাকরে সরকার। এমনটাই জানিয়েছেন শিবসেনার সাংসদ তথা মুখ্যপাত্র সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সকালেই আস্থভোটে কী পরিসংখ্যান দাঁড়াতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে শিবসেনা নেতৃত্বের কপালে। কোভিড আক্রান্ত বিধায়করা আস্থাভোটে অংশ নেবেন কিনা, তা নিয়েও চলছে জল্পনা। চলতি পরিস্থিতি অনুসারে বৃহস্পতিবারই উদ্ধব সরকারের মেয়াদ শেষ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্ৰের খবর, বিধানসভা অধিবেশনের খবর সরাসরি দেখার ব্যবস্থা করা হতে পারে। তাহলে শিবসেনার দুই শিবিরের বক্তব্যই সরাসরি শোনা তাদের মুখ থেকে শোনা যাবে।

প্ৰসঙ্গত উল্লেখ্য যে, একনাথ শিন্ডের নেতৃত্বে বেশ কিছু দিন ধরে গুয়াহাটির পাঁচতারা হোটেল রেডিশন ব্লুতে ঘাঁটি গেড়ে বসেছেন মহারাষ্ট্ৰের বিদ্ৰোহী শিবসেনা নেতারা। শিন্ডে বাহিনীর দাবি তাঁদের কাছে শিবসেনা ৪০ জন বিধায়ক সমেত সর্বমোট ৫০ বিধায়কের সমর্থন রয়েছে। তাঁদের বক্তব্য, তাঁরা বাল ঠাকরের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে নতুন দল শিবসেনা বালাসাহেব ঘোষণা করেছে। কিন্তু বালাসাহেবের পুত্ৰ তথা মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী উদ্ধব ঠাকরে তাঁর বাবার নাম এভাবে ব্যবহার করতে পারা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, উদ্ধব ছেলে আদিত্য ঠাকরের দাবি, গুয়াহাটিতে ঘাঁটি গেড়ে বাসা বিদ্ৰোহী বিধায়কদের ২০ জন প্ৰতিনিয়ত শিবসেনা শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

Journalist Name : SRIJITA MALLICK

Related News