বিরাটের প্রত্যাবর্তন ভারতকে লড়াইয়ে ফেরালেন পন্থ

banner

#Pravati Sangbad Digital Desk:

নতুন মাইলফলক ঋষভ পন্থের । টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ২০০০
রানের গণ্ডি স্পর্শ করলেন ভারতীয় এই ক্রিকেটার। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ
চলাকালীন এই ল্যান্ডমার্ক স্পর্শ করলেন ঋষভ। ইনিংসের ৫১ তম ওভারে মিড উইকেট বরাবর চার মেরে ২
হাজার রানে পৌঁছে যান তিনি।

তবে আবার আন্ডারসনের ভ্রুকুটি উপেক্ষা করে নতুন শট খেলতে দেখা গেল পন্থ কে ।তখন একেবারে চরম
মেজাজে ব্যাট করছেন ঋষভ। বল করতে এলেন ইংল্যান্ডের বিখ্যাত পেসার জেমস অ্যান্ডারসন। কিছুক্ষণ পরেই
ঋষভ স্টেপ আউট করে আচমকাই সোজা একটা শট মারেন। আর সেই শট থেকে বাউন্ডারিও চলে আসে।এমন
শট দেখার পর তো অ্যান্ডারসন হতভম্ব হয়ে যান। কিন্তু, তারপর ঋষভ পন্থ নিজে থেকেই এগিয়ে এসে তাঁকে কিছু
একটা বলেন। আর সঙ্গে সঙ্গে হেসে ফেলেন অ্যান্ডারসন। বলা ভালো, টেস্ট ক্রিকেটেও ঋষভ পন্থের সেই টি-২০
মেজাজই দেখতে পাওয়া গেল। প্রসঙ্গত উল্লেখ্য যে ইংল্যান্ড ক্রিকেট দল যখন ভারত সফরে এসেছিল, তখনও
অ্যান্ডারসনকে নিশানা করেছিলেন ঋষভ পন্থ। তাঁর বিরুদ্ধে উলটো-পালটা শট খেলে ছন্দটা একেবারে নষ্ট করে
দিয়েছিলেন । আজও টর ব্যতিক্রম হয়নি ।

পন্ত ৮৯ বলে শতক তুলে নিয়ে ভারতকে শুধু বিপদ থেকে উদ্ধারই করেননি, টেস্টে ভারতের উইকেটকিপারদের
মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছেন। তাঁর আগে রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ২০০৬ সালে
পাকিস্তানের বিপক্ষে ৯৩ বলে শতক তুলে নেন ধোনি।

এজবাস্টন টেস্টে কাল প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। পন্ত
তখন নামলেও ভারত দ্রুতই আরও ২ উইকেট হারায়—৫ উইকেটে ৯৮।

শুবমান গিল (১৭), চেতেশ্বর পূজারা (১৩), হনুমা বিহারি (২০), বিরাট কোহলি (১১), শ্রেয়াস আইয়ারদের (১৫)
কেউ উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। তখন মনে হয়েছে, ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও ম্যাথু
পটস মিলে ভারতকে হয়তো দ্রুতই অলআউট করে দেবেন। ৩ উইকেট নিয়ে তখন রীতিমতো ত্রাস ছড়াচ্ছিলেন
অ্যান্ডারসন। কিন্তু পন্ত হয়তো অন্য কিছু ভেবে রেখেছিলেন।

দলীয় ৩২০ রানে ইংল্যান্ডের ‘পার্ট–টাইম’ স্পিনার জো রুটকে উড়িয়ে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন পন্ত।তবে শুধু
ঋষভের কথা বললেই চলবে না। একইরকম গুরুত্ব দিয়ে উল্লেখ করতে হবে জাদেজার নামও। পন্থের সঙ্গে যিনি
২২২ রানের পার্টনারশিপের রেকর্ড গড়লেন। সেই সঙ্গে পন্থ আউট হওয়ার পর একাহাতেই সামলে দিলেন বাকি
দিনের খেলা। দিনের শেষে রানে অপরাজিত তিনি। ক্রিজে রইলেন মহম্মদ শামিও।

দুজনের জুটিতে ১৪৪ বলে ৬৮ রান করে পন্তকে দারুণ সঙ্গ দেন।

Journalist Name : Avijit Das

Tags:

Related News