মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে এবং ক্যাবিনেট মন্ত্রী হলেন ফড়নবিষ

banner

#Pravati Sangbad Digital Desk:

বৃহস্পতিবার মহারাষ্ট্রের 'মহা' নাটকের সাক্ষী থেকেছে গোটা দেশবাসী। সকলকে চমকে দিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে।মহারাষ্ট্রের ৩০ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন একনাথ শিন্ডে । ৫৮ বছর বয়সি শিবসেনার এই নেতার মুখ্যমন্ত্রী হওয়ার মতোই রাজনীতিতে উত্থান নাটকীয়তায় ভরা। অল্প বয়সে ছিলেন অটোচালক। আজ থেকে রাজ্য চালাবেন।মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা শিন্ডের বেড়ে ওঠা থানে শহরে। সেখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ছিলেন এক দফা। সেখানেই ক্রমে শিবসেনার সামনের সারিতে চলে আছেন। সেখান থেকে রাজ্যের নেতা ও মন্ত্রী।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় একনাথ শিন্ডেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় দেবেন্দ্র ফড়নবিশকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।উপমুখ্যমন্ত্রীর পদ পেয়েও খুশি নন দেবেন্দ্র ফড়ণবীশ । এমনটাই মত এসিপি প্রধান শরদ পাওয়ারের । বৃহস্পতিবার শরদ পাওয়ার দাবি করেছেন যে একনাথ শিন্ডের সরকারে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করার সময় বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস খুব খুশি ছিলেন না।সাংবাদিকের শরদ পাওয়ার বলেন, "আমি মনে করি ফড়ণবীশ খুব আনন্দের সঙ্গে দ্বিতীয়পদ গ্রহণ করেননি। তার মুখের অভিব্যক্তি সব বলে দিয়েছে।" 
গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকে একনাথ সিদ্ধান্ত করেন, মুম্বইয়ের অ্যারে ফরেস্টের মধ্যেই হবে মেট্রো রেলের কারশেড। তার জন্য প্রয়োজনীয় শিক্ষক গাছ কাটার অনুমতি দেবে সরকার। সেখানে ২৭০০ গাছ কাটতে হবে।
প্রসঙ্গত অ্যারে ফরেস্টের গাছ কেটে মেট্রোর কারশেড তৈরির সিদ্ধান্ত ফড়নবিশের মন্ত্রিসভা নিয়েছিল ২০১৬ সালে। তখন থেকেই ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পরিবেশবাদীরা প্রতিবাদে নামে। ওই বনাঞ্চলে বেশ কিছু আদিবাসী পরিবার বাস করে। তাদেরও ওখান থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ফড়নবিশের সরকার। ফড়নবিশের বক্তব্য ছিল, উন্নয়নের জন্য কিছু গাছ কাটতেই হবে। যদিও সরকারের শরিক শিবসেনা ওই সিদ্ধান্তে আপত্তি তোলে তখনই।
উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার পর অ্যারে ফরেস্ট বাঁচাও আন্দোলনের কারণে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি দেয়, মামলা প্রত্যাহার করে। প্রকল্পটিও অ্যারে ফরেস্ট এলাকা থেকে সরিয়ে নেয় তাঁর সরকার।বৃহস্পতিবার নতুন সরকারের পয়লা নম্বর সিদ্ধান্ত হল, মেট্রোর কারশেড হবে অ্যারে ফরেস্টের মধ্যেই।
এদিন একনাথ শিন্ডে মুম্বই উপস্থিত হলেও, উপস্থিতি ছিলেন না বিক্ষুব্ধ শিবিরের বাকি বিধায়করা। যদিও মুম্বই আসার আগেই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন তিনি। আলাদা করে বৈঠকে বসেছেন বিজেপির কোর কমিটির নেতারা। এরপর দুই পক্ষের মুখোমুখি বৈঠকে মন্ত্রীসভার সদস্যপদ নিয়ে চুড়ান্ত পর্বের বৈঠক হয়েছে। তারপরেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই দলের প্রধান।
সূত্রের খবর, দেবেন্দ্র ফড়নবীশের সরকারে মন্ত্রীসভার সদস্যপদ পেতে চলেছেন মোট ৩৮ জন বিধায়ক। এর মধ্যে ২১ জন বিজেপির এবং বাকি ১৩ জন শিন্ডে শিবিরের বিধায়ক বলে জানা গেছে। ১ জুলাই দুই দফায় মন্ত্রীসভার সদস্য পদে শপথ নেবেন তাঁরা।

Journalist Name : SRIJITA MALLICK

Related News