ব্রায়ান লারা-র রেকর্ড ভেঙ্গে টেস্ট ক্রিকেটে এক ওভারে ৩৫ বুমরার

banner

#Pravati Sangbad Digital Desk:

সালটা ২০০৭, ভারত- ইংল্যান্ড টি২০ ম্যাচ ব্যাট হাঁতে স্ট্রাইকে যুবরাজ সিং। হঠাৎ ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্র ফ্লিনটফ যুবরাজের কাছে এসে কিছু একটা বলল। যুবরাজ ছাড়বার পাত্র নয় উত্তেজিত ভাবে এগিয়ে গেল ফ্লিনটফের দিকে। নন স্ট্রাইকারে থাকা এম এস ধোনি এবং তৎকালীন ইংল্যান্ড অধিনায়ক পল কলিংউড ও এগিয়ে এল পরিস্থিত সামাল দিতে। আম্পেয়ার ও প্লেয়ার এর মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা ঠাণ্ডা হলে কলিংউড বল তুলে দিলেন স্টুয়ার্ট ব্রডের হাঁতে। বাকিটা সবার মনে এখনো গেঁথে আছে, ৬ বলে ৬টি ছয় মেরে যুবরাজ সিং ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিয়েছিলেন। অপরদিকে, ব্রড এবং ইংল্যান্ড দল একরাশ লজ্জা নিয়ে মাঠ ছেড়েছিল। 
শনিবার ফের ভারতের সামনে আবারও একবার লজ্জার মুখে পড়লেন স্টুয়ার্ট ব্রড, তবে এবার যুবরাজ সিং নন ইনি হলেন বুম বুম বুমরাহ। এজবাস্টনের পঞ্চম টেস্টে ব্রডকে দ্বিতীয়বার লজ্জার সম্মুখীন করালেন জাসপ্রিত বুমরাহ। এদিন ব্রডের এক ওভারে ৩৫ রান তোলেন ভারতীয় এই জোরে বোলার। একটি ওয়াইড বলে বাউন্ডারি ও একটি নো বল সহ ওই ওভারে ২৯ রান আসে ভারত অধিনায়কের ব্যাট থেকে। এই রানের ফলে টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের মালিক হল বুমরাহ। এর আগে এই এই রেকর্ডের মালিক ছিলেন ব্রায়ান লারা, জর্জ বেইলি ও কেশব মহারাজের দখলে। তিনজনেই এক ওভারে ২৮ রান নিয়েছিলেন। যেটি এদিন ভেঙ্গে গেল। লারা টুইতে অভিনন্দন জানিয়েছে বুমরাহকে। এরই সঙ্গে সচিন তেণ্ডূলকর যুবরাজের সঙ্গে তুলনা টানেন এই বোলারের। ব্যাটসম্যানদের সম্মিলিত প্রয়াসে ৪১৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে, ভারতের কাছে সুযোগ আছে ফলো-অনের।

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News