সিরিজ হারের পর থেকেই প্রশ্নের মুখে রাহুল দ্রাবিড়

banner

#Pravati Sangbad Digital Desk:

গত বছর শুরু হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড ৫ ম্যাচের টি-২০ সিরিজ, তবে শেষ পথে এসে করোনা মহামারির কারণে স্থগিত রাখা হয় ম্যাচ। ৪ টি ম্যাচের পর দুই দলের কর্মকর্তার সিদ্ধান্ত নেয় বাকি একটি ম্যাচ ২০২২ সালে কোভিড পরিস্থিতি উন্নতি হলে তার পরে খেলা হবে, আর তাতেই হবে দুই দলের ভাগ্য নির্ধারণ। সেই মতো গত ১লা জুলাই ইংল্যান্ডের বাকিংহামে শুরু হয় সিরিজের পঞ্চম ম্যাচ, কিন্তু তাতে পরাজিত হয় ভারত। ম্যাচ শুরুর আগে থেকেই একাধিক বাঁধা পেয়েছিল ভারতীয় দল, ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড গিয়ে করোনা আক্রান্ত হয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা, করোনা মুক্ত না হওয়ার কারণে বিসিসিআই এর নিয়ম মেনেই হোটেলে আইসলেশনে ছিলেন তিনি, অন্যদিকে টিমের বাকি সদস্যরা বিসিসিআই এর নির্দেশের তোয়াক্কা না করেই পাবলিক রেস্তোরাতে গিয়েছিলো সকলেই, সেক্ষেত্রে দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।

তার পরে আরও একবার রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এই নিয়ে রাহুল দ্রাবিড়ের আওতায় তিনটি টেস্ট হারল ভারত। হারের পর থেকেই প্রশ্নের মুখে রাহুল দ্রাবিড়, তার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। ইংল্যান্ডের বীরুধে টেস্টে রবিনচন্দ্র আশ্বিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে রাখা হয়েছিল দলের বাইরে, সেই সাথে রবীন্দ্র জাডেজাকে একাদশে রেখেছিল টিম দলের নির্বাচকরা। একদিন প্রাক্তন পাক বলার বলেন, “ রাহুল দ্রাবিড় নিজে অনেকবার ইংল্যান্ডের মাটিতে খেলেছে, গ্রীষ্মকালে সেখানাকার মাটি শুকিয়ে যায়, যা স্পিনারদের জন্য অনুকূল, কিন্তু সেই জায়গাতেই জাডেজা খেলার সুযোগ পায়নি, ভারত জেতার মুখে ছিল, কিন্তু এই রকম পরিস্থিতি না হলে ভারত ম্যাচ জিতে দেশে ফিরত”। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News