৪১এ ধোনি, ৭ই জুলাই যেন মাহি প্রেমীদের কাছে মাহেন্দ্রক্ষণ

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ সেই মাহেন্দ্রক্ষণ, আজকের দিনেই ১৯৮১ সালে রাঁচিতে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। পরপর দুই দিন ভারতের দুই সর্বকালের সেরা অধিনায়কের জন্ম দিন, আজ ৭ই জুলাই মাহির, অন্যদিকে আগামিকাল আরও এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তাদের নামের আগে যতই প্রাক্তন কথাটা যোগ হোক না কেন, ক্রিকেট প্রেমীদের কাছে তাদের কদর সর্বকালের। আজ ৪১তম বর্ষে পা রাখলেন ক্যাপ্টেন কুল, যার কৃতিত্বেই ভারত জিতেছে বিশ্বকাপ। সৌরভ গাঙ্গুলির এবার জীবনের ময়দানে হাফ সেঞ্চুরি করার পালা, প্রাক জন্মদিন পালনও হয়ে গিয়েছে লন্ডনে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তারকা ব্যাটসম্যানরা তাদের পরিবারের সঙ্গে, অন্যদিকে লন্ডনকেই নিজের জন্মদিন পালনের আদর্শ জায়গা বলে বেঁছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সেই মতো জন্মদিন পালনও করেছেন তিনি, পাশে ছিলেন স্ত্রী এবং একমাত্র কন্যা, সেই সাথে উপস্থিত ছিল আত্মীয় পরিজনেরা এবং বন্ধুমহলের অনেকেই।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাতে খড়ি, কথায় আছে রতনে রতন চেনে, ঠিক তেমন ভাবেই ধোনিকে বেছে নিয়েছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তার পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে, একের পর এক বিধ্বংসী ম্যাচ খেলে জিতে নিয়েছেন ভক্তদের মন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যোগ দেওয়ার আগে চাকরি করতেন খড়গপুরে ভারতীয় রেলের একজন টিটি হিসাবে, কিন্তু তাতেও খেলা থেমে থাকেনি তার। দেশের হয়ে খেলেছেন ৩৫০টি ওয়ান ডে, ৯০টি টেস্ট, ৯৮টি টি-২০ ম্যাচ। এক কথায় ধোনির জীবন রুপ কথার গল্পের থেকে কম কিছু নয়, অবশেষে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয় ধোনি, কিন্তু মাহি প্রেমীদের মনের মাঠে তার ইনিংস এখনও চলছে। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News