Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

আসতে চলেছে ওপ্পো রেনো ৮ এবং রেনো ৮ প্রো, সাথে থাকছে চোখ ধাঁধানো ফিচার

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতের বাজারে একের পর এক স্মার্ট ফোন লঞ্চ করেই চলেছে বিভিন্ন বহুজাতিক সংস্থা, এই মাসেই লঞ্চ হবে বেশ কয়েকটি কোম্পানির নতুন ফোন। আর এবার ওপ্পো প্রেমীদের জন্য খুশির খবর দিলো সংস্থা। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আগামী ২১শে জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ৮ এবং ওপ্পো রেনো ৮ প্রো। ইতিমধ্যেই চিনে ওপ্পো তার রেনো ৮ এবং রেনো ৮ প্রো এর সাথে এর একটি স্মার্ট ফোন লঞ্চ করেছে তা হল রেনো ৮ প্রো প্লাস, তবে ভারতের বাজারে আপাতত রেনো ৮ প্রো প্লাস ছাড়া বাকি দুটি মডেল লঞ্চ করবে সংস্থা। সেই সাথে জানা গিয়েছে রেনো ৮ প্রো তে কোম্পানি Mari Silicon X imaging চিপ দিতে চলেছে। তবে চিনে লঞ্চ হওয়া ওপ্পো রেনোর সাথে কোন পার্থক্য দেখা যাবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সংস্থা।
ওপ্পো রেনো ৮ ফোনের সম্ভাব্য ফিচার 
>> এই ফোনে  থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।
>> ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
>> এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
>> এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
ওপ্পো রেনো ৮ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
>> এই ফোনে থাকতে পারে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে।
>> ওপ্পোর এই স্মার্টফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
>> এই ফোনেও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
>> এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News