স্নান করতে নেমে কুমিরের মুখে বছর আটকের এক বালক

banner

#Pravati Sangbad Digital Desk:

নদীতে স্নান করতে নেমেছিল বছর আটেকের একটি বালক। হঠাৎই নদী থেকে উঠে এলো এক বিশাল আকার কুমির। নিমেষের মধ্যে নদীতে টেনে নিয়ে চলে যায় বালকটিকে। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শেওপুরে। সকলের প্রচেষ্টায় কুমিরটিকে কোন মতে ডাঙ্গায় তুলে আনা হয়।
এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। খবর দেওয়া হয় বনদপ্তর এবং থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় বনদপ্তরের কর্মী এবং পুলিশ আধিকারিক।
স্থানীয়রা দাবি করে যেভাবেই হোক কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে। এরপর, বনদপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের থেকে কুমিরটিকে উদ্ধার করেন। বালকটির পরিবার এবং গ্রামবাসী মনে করছেন যেহেতু কুমিরটি বালকটিকে  গিলে খেয়েছে সেহেতু সে হয়তো কুমিরের পেটেই বেঁচে আছে তাই কুমিরটিকে কেটে পেট থেকে বালক টিকে  বের করা সম্ভব। যতক্ষণ কুমিরের পেট থেকে বের না করা হবে ততক্ষণ কুমিরটিকে ছাড়বে না বলে জানায় গ্রামবাসীরা।  গ্রামের কেউ কেউ দাবি করছেন তারা নিজেদের চোখে দেখেছেন কুমিরটি বালকটিকে গিলে খাচ্ছে। অপরদিকে, বালকটির সন্ধানে নামে এস জি আর এফ এর দল। এই প্রসঙ্গে রঘুনাথ থানার ইনচার্জ শ্যামবীর  সিংহ বলেন, কুমিরটির পেটে হয়তো বাচ্চাটি নেই। হয়তো বাচ্চাটির জলের তলায় তলিয়ে গেছে। এই নিয়ে জল্পনা ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।

Journalist Name : অর্জুন দাস

Related News