কনস্টেবল পদে নিয়োগ পেল ৫ বছরের শিশু

banner

#Pravati Sangbad Digital Desk:

বয়স মাত্র ৫ বছর। এর মধ্যেই হাতে এল সরকারি চাকরির নিয়োগপত্র। তাও যে কোনও সরকারি চাকরি নয়, একেবারে পুলিশ কনস্টেবলের চাকরি পেল আন্ডার কেজি (UKG) ক্লাসের ছাত্র নামান রাজওয়াদে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনই ঘটনার সাক্ষী হল ছত্তিশগঢ় পুলিশ। পথ দুর্ঘটনায় পুলিশ আধিকারিক বাবার মৃত্যুর প্রেক্ষিতেই ৫ বছরের নামান পুলিশ কনস্টেবলের চাকরি পেল। ভারতের ছত্তিসগড়ের একটি থানায় কর্মরত ছিলেন রাজকুমার রাজওয়াদে। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর একটি সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।রাজকুমারই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই অসহায় হয়ে পড়ে পরিবার। সমস্যার সমাধানে রাজকুমারের ছেলে নমন রাজওয়াদেকে ‘শিশু কনস্টেবল’ পদে নিয়োগ দিয়েছে প্রশাসন। নমন প্রাক্‌-প্রাথমিক স্তরের শিক্ষার্থী। আপাতত সারগুজা এলাকায় নিযুক্ত করা হয়েছে তাকে।

পুলিশ সুপার ভাবনা গুপ্তা বলেছেন, পুলিশ হেডকোয়ার্টার এবং প্রশাসনের সমস্ত নিয়ম মেনেই শিশু কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে নমনকে।
পুলিশ হেডকোয়ার্টারের নিয়ম অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্যের মৃত্যু হলে তার পরিবারের ১৮ বছরের কম বয়সী কোনো সদস্যকে শিশু কনস্টেবল পদে নিয়োগ দেওয়া যায়। শিশুটির বয়স ১৮ বছর হয়ে গেলে তাকে পূর্ণকালীন সময়ের জন্য কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। রাজকুমারের স্ত্রী নীতু রাজওয়াদে বলেন, “আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছেন। এখন আমার ছেলেকে শিশু কনস্টেবল হিসেবে কাজ দেওয়া হচ্ছে। বিষয়টি চিন্তা করে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ছেলের জন্য আনন্দও হচ্ছে।”

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News