শুরু হল শিয়ালদা মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা

banner

#Pravati Sangbad Digital Desk:

গত সোমবার উদ্বোধনের পর শিয়ালদা মেট্রো স্টেশনে শুরু হল যাত্রী পরিষেবা।সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে ছাড়ল শিয়ালদহ মেট্রোর প্রথম ট্রেন।সকাল থেকেই মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়।কেউ কেউ আবার প্রথম মেট্রোর যাত্রী হতে রাত ৩টেয় শিয়ালদা পৌঁছে গিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে শিয়ালদায় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে উন্মাদনা লক্ষ্য করা যায় যাত্রীদের মধ্যে।সপ্তাহে শুধুমাত্র রবিবার বাদে বাকি ছ'দিনই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করবে মেট্রো।জানা গিয়েছে এই রুটে চলবে ১০০টি ট্রেন।
বৃহস্পতিবার ঠিক সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়ল প্রথম মেট্রো। অপরদিকে সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো প্রথম মেট্রো।
শিয়ালদা থেকে শেষ ট্রেনের সময় রাত ৯টা ৩৫ মিনিট।এবং সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেনের সময় রাত ৯টা ৪০ মিনিট।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর,এই মুহূর্তে অফিসটাইমে ১৫ মিনিট অন্তর চালানো হবে ট্রেন।বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর।
উল্লেখ্য শিয়ালদা স্টেশন থেকে মেট্রোতে প্রথম স্টেশন পড়বে ফুলবাগান।তারপর একে একে সল্টলেক স্টেডিয়াম,বেঙ্গল কেমিক্যাল,সিটি সেন্টার,সেন্ট্রাল পার্ক ও করুণাময়ী হয়ে সোজা সেক্টর ফাইভ পৌঁছে যাবে মেট্রো।
শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যেতে গাড়িতে সময় লাগে ১ ঘণ্টা।সেখানে ইস্ট ওয়েস্ট মেট্রোয় সময় লাগবে মাত্র ২১ মিনিট।
প্রসঙ্গত এখনও পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব থেকে বড় স্টেশন হল শিয়ালদা।যাত্রীদের সুবিধার্থে স্টেশনে রাখা হয়েছে ৯টি সিঁড়ি ও ১৮টি এসক্যালেটর সহ ওঠানামার জন্য মোট ৫টি লিফট।এছাড়াও যাত্রীদের জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার।এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম,অর্থাৎ প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে ওঠা নামার সুবিধা।

Journalist Name : Riya Some

Related News