বিশ্বের সবথেকে বড় রেল ষ্টেশন

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারত একটি রেল কেন্দ্রিক দেশ। প্রতিদিন এই রেলের ওপর নির্ভর করে থাকে প্রায় কয়েক মিলিয়ন মানুষ। দেশের উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম সমগ্র অঞ্চল জুড়ে জালের মত ছড়িয়ে রয়েছে রেল ব্যাবস্থা। প্রতিদিন গড়ে প্রায় ৫০ লক্ষ মানুষ রেলে যাতায়াত করেন। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যাবস্থা ও রয়েছে এই ভারতে। ট্রেনে যাতায়াত হয় অন্যান্য যানবাহন এর চেয়ে অনেকটা সস্তা ও আরামদায়ক,তাই বহু মানুষ এই ট্রেন জার্নি পছন্দ করেন।তবে প্রতিদিন বহু মানুষ রেল পরিষেবা নিলেও রেলের অনেক তথ্যই বহু মানুষের কাছে অজানা। তেমনই এক অজানা তথ্য হলো ভারতে রয়েছে এমন একটি রেল স্টেশন যার প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার এর ও বেশি। বিশ্বাস হচ্ছে না ? তবে সত্যিই এমন প্ল্যাটফর্ম রয়েছে এই ভারতেই। যেখানে ট্রেন ধরতে রীতিমত হাফিয়ে ঘেমে একাকার হয়ে যান যাত্রীরা ।প্ল্যাটফর্ম এর  একপ্রান্ত এ দাড়িয়ে থাকলে ও অপর প্রান্তে ট্রেন এর ঘোষণা হলে রীতিমত ছোটাছুটি করে ট্রেন ধরতে হয়। বর্তমানে এই প্ল্যাটফর্ম টি বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের খ্যাতি অর্জন করেছে। এমন কি ভারতেই রয়েছে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দীর্ঘতম প্ল্যাটফর্মও।

তবে এই প্ল্যাটফর্ম টি কোথায় অবস্থিত? অনেকেই হয়তো মনে করছেন প্ল্যাটফর্মটি রয়েছে বাংলার খড়গপুরে কিংবা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।বহুদিন ধরে ভারতের দীর্ঘতম রেল স্টেশন ছিল খড়গপুর জংশন ।তবে তাকে টেক্কা দিয়ে ২০১৩ সালে এই খেতাব ছিনিয়ে নেয় উত্তরপ্রদেশের গোরক্ষপুর। কিন্তু এই দীর্ঘতম প্ল্যাটফর্ম টি এগুলির মধ্যে কোনো রেল স্টেশন এই অবস্থিত নয় ।প্ল্যাটফর্ম টি রয়েছে দক্ষিণ ভারতে ।দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হুবলি জংশন এ রয়েছে এই দীর্ঘতম প্ল্যাটফর্ম ।স্টেশন টি শ্রী সিধারুদ্ধ স্বামীজি হুবলী স্টেশন নামেই পরিচিত ।এর ৮ নম্বর প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ১০৫৭ মিটার অর্থাৎ দের কিলোমিটার এর ও বেশী ।ভারতীয় রেল এর তথ্য অনুযায়ী এই প্ল্যাটফর্ম টি তৈরি তে ২০ কোটির ও বেশি টাকা খরচ হয়েছে।

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News