Flash news
    No Flash News Today..!!
Sunday, May 12, 2024

ফ্রিজ খুললেই ধেয়ে আসছে দুর্গন্ধ? বেছে নিন ঘরোয়া কিছু প্রতিকার! জানুন কী কী

banner

#Pravati Sangbad Digital Desk:

রোজকার দৈনন্দিন জীবনে বেচে যাওয়া খাবার দাবার থেকে শুরু করে সাপ্তাহিক শাক সবজি, কাঁচা মাছ মাংসের বাজার রাখার একমাত্র ঠিকানা ফ্রিজ। আর দীর্ঘ দিন নানান ধরণের খাবার দাবার রাখার ফলে অনেক সময়ই ফ্রিজ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। যা একেবারেই অস্বাস্থ্যকর। তবে এর থেকে মুক্তির জন্য রয়েছে ঘরোয়া কিছু উপায়। জেনে নিন ঠিক কী কী উপায়ে দূর করবেন ফ্রিজের দুর্গন্ধ। 


১। লেবু-

যেকোনো পঁচা দুর্গন্ধ দূর করতে পাতিলেবুর জুড়ি মেলা ভার। তাই ফ্রিজে কাঁচা মাছ মাংস কিংবা সবজির পঁচা গন্ধ দূর করতে এক কাপ জলে গোটা পাতিবেলুড় রস মিশিয়ে রাখুন কিংবা গোটা লেবু কেটেও এক কোণে রেখে দিতে পারেন। এছাড়া কমলালেবুর খোসাও একই ভাবে কার্যকরী। 


২। বেকিং সোডা-

ফ্রিজ পরিষ্কার করার সময় বেকিং সোডা বা নুনে সামান্য জল মিশিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলে দূর হবে দুর্গন্ধ। এছাড়াও একটা বাটিতে শুকনো বেকিং সোডা বা সাদা ভিনিগার রেখে দিলে চলে যাবে দুর্গন্ধ। 


৩। কফি বিন-

দুর্গন্ধ দূর করতে কফি বিনও বেশ কার্যকরী। যার জন্য ফ্রিজের প্রতি কোণায় বেশ কিছু কফি বিন রেখে সারা রাতের জন্য ফ্রিজ বন্ধ করে রাখুন। 


৪। চারকোল-

ত্বকের জমে থাকা ময়লা দূর করার পাশাপাশি চারকোল ফ্রিজের দুর্গন্ধ দূর করতেও সমান ভাবে কার্যকরী। তাই বাটিতে কয়েকটা চারকোলের টুকরো রেখে ফ্রিজের তাপমাত্রা কমিয়ে ৩-৪ দিন রেখে দিন। তাতেই দূর হবে সমস্ত দুর্গন্ধ। 


৫। খবরের কাগজ-

কাঁচ, প্লাস্টিকের বোতল পরিষ্কার করার পাশাপাশি ফ্রিজ পরিষ্কার করতেও খবরের কাগজ বেশ সহায়ক। তাই চোখ কান বুজে বেশ কয়েক সপ্তাহের জন্য একটা খবরের কাগজ রেখে দিন ফ্রিজের এক কোণে। দেখবেন ফ্রিজ থাকবে একবারে দুর্গন্ধ মুক্ত। পাশাপাশি খেয়াল রাখবেন সেই কাগজ যেন কোনো শাক সবজির সংস্পর্শে না থাকে। 


৬। এসেন্সিয়াল অয়েল ও এসেন্স-

দুর্গন্ধ দূর করতে যেকোনো এসেন্সিয়াল অয়েল তুলোয় করে ফ্রিজের এক কোণে রেখে দিন। এছাড়াও হাফ কাপ জলে কমলালেবু, পিপারমিন্ট, ভ্যানিলা এসেন্স মিশিয়ে রেখে দিলেও মিলবে একই উপকারিতা।

Journalist Name : Sohini Chatterjee

Related News