Flash news
    No Flash News Today..!!
Thursday, May 16, 2024

রাজ্যে ফের নিমন্ত্রণ বিতর্ক, রাজ্যের অতিরিক্ত রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন না শুভেন্দু অধিকারী

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে উঠে এলো আবারও নিমন্ত্রন বিতর্ক। সম্প্রতি কেন্দ্রের শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করেছেন শিয়ালদহ মেট্রো স্টেশনের। কিন্তু সঠিক মর্যাদা দিয়ে নিমন্ত্রন পত্র পাঠানো হয়নি মুখ্যমন্ত্রীকে দাবি করা হয়েছিল নবান্নের পক্ষ থেকে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল রাজ্যে।
গত রবিবার রাতে রাজ্যের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। রবিরার রাতেই রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি, রাজ্যের প্রাক্তন রাজ্যপালের এখন দেশের উপরাষ্ট্রপতি হওয়ার পালা। কিন্তু বর্তমানে রাজ্যের রাজ্যাপালের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশান। গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ, রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসাবে শপথ বাক্য পাঠ করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং একাধিক তৃণমূল নেতা নেত্রী। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন তাকে নাকি নেমন্ত্রন পত্র পাঠানো হয়নি শাসক দলের পক্ষ থেকে। তবে নবান্ন সূত্রে খবর, “ বিরোধী দল গুলিকে নেমন্ত্রন করা হয়েছিলও, নেমন্ত্রন করা হয়েছিলও শুভেন্দু অধিকারীকেও”।
একথা শোনার পরে শুভেন্দু অধিকারী জানান, “ রাজ্যের বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী পদের সমতুল্য, তাকে সঠিক ভাবে নেমন্ত্রন পত্র পাঠানো উচিৎ”। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, রাজ্যের নবনিযুক্ত অতিরিক্ত রাজ্যপালকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই সাথে তিনি আরও জানিয়েছেন, রাজ্যের পরবর্তী রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তিনি।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News