সোমবার থেকে বেড়েছে জিএসটি

banner

#Pravati Sangbad Digital Desk:

সোমবার থেকে চালু হয়েছে নতুন জিএসটি। মুকুব করা হয়েছে বিভিন্ন পণ্যের দাম। জি এস টি কাউন্সিলের বৈঠকে ঠিক করা হয় বিভিন্ন পণ্যের উপর থেকে কর মুকুবের সিদ্ধান্ত। যার ফলে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের।
প্যাকেটজাত  খাদ্যদ্রব্যের উপর জিএসটি ধার্য করা হয়েছে পাঁচ শতাংশ।  প্যাকেটজাত খাদ্যদ্রব্যে গুলির মধ্যে হল মধু, দই ,লস্যি, বাটার মিল্ক সহ মাছ, মাংস, মাখন, কর্নফ্লেক্স। এর আগে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হতো ময়দা এবং চালের উপর। জিএসটি কাউন্সিলের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে  প্যাকেটজাত এবং লেভেলযুক্ত ময়দা এবং চালের উপরে বসানো হবে এই কর। কর বসছে এলইডি ল্যাম্প, লাইট, ধাতব সার্কিটের উপর৷ জিএসটি ১২শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৮ শতাংশ।এছাড়াও রাস্তা, ব্রিজ, রেল, মেট্রো, চুল্লির কাজের চুক্তির উপরও পড়েছে জিএসটি-র প্রকপ৷ ১২ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে৷ অন্যদিকে দাম  বাড়ছে চামড়ার সামগ্রীর  জুতো, মাটি থেকে তৈরি ইট, সোলার ওয়াটার হিটার সিস্টেম, টেট্রা প্যাক, ই ওয়েস্ট, পেট্রোলিয়াম এবং মিথেনরও ৷ এসবের উপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। পালিশ করা ডায়মন্ডের উপরেও জিএসটি বাড়িয়ে ১.৫ শতাংশ করা হয়েছে। চেক ইস্যুর জন্য ব্যাঙ্কগুলি যে ফি নেয়,  তার উপরেও ধার্য করা হবে জিএসটি। দৈনিক ১,০০০ টাকার কম রেটের হোটেল রুমের উপর  জিএসটি আরোপ করা হবে 12 শতাংশ। ১২ শতাংশ থেকে  ১৮ শতাংশ করা হয়েছে পাম্প, ডিপ টিউবওয়েলের টার্বাইনের পাম্প, সাবমার্সিবল পাম্প, পাম্পের উপরেও৷ পাঁচ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে বীজ, ডাল বাছা ও পরিষ্কার করার মেশিন, পেষাই কলে ব্যবহার করা মেশিনারির উপরেও। আগে জিএসটি রেট ছিল ১২% ছাপা  আঁকার এবং কালির উপর। এখন বেড়ে হয়েছে ১৮ শতাংশ। এছাড়াও 12 থেকে বেড়ে ১৮ শতাংশ করা হয়েছে ছুরি, পেন্সিল শার্পনার, ব্লেড এবং চামচের উপর।

Journalist Name : অর্জুন দাস

Related News