চিনা কোম্পানিকে টক্কর দিয়ে ভারতীয় কোম্পানি লাভা ৮৬৯৯ টাকায় লঞ্চ করলো এক দারুণ স্মার্ট ফোন!

banner

#Pravati Sangbad Digital Desk:

লাভা চালু করেছে তার ক্লাসি 'ব্লেজ' স্মার্টফোন যাতে রয়েছে স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স, আর প্রিমিয়াম সমস্ত বৈশিষ্ট্য যা প্রত্যাশা পূরণ করবে ভারতের তরুণ প্রজন্মের সেইসব গ্রাহকদের যারা চান সুলভ মূল্যে প্রিমিয়াম ফোনের বৈশিষ্ট্য সহ দৃষ্টিনন্দন ভাবে ডিজাইন করা মডেল।
ভারতীয় সংস্থা লাভা ইন্টারন্যাশনালের এই ফোনের দাম মাত্র ৮৬৯৯ টাকা। তবে দাম এতটা কম হলেও এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। লাভা ব্লেজ ফোনের র‍্যাম ভার্চুয়ালি প্রায় ৬ জিবি পর্যন্ত বাড়নো সম্ভব। মনে করা হচ্ছে, রিয়েলমি সি৩১, মোটো ই৭ প্লাস এবং পোকো সি৩১ ফোনের সঙ্গে লাভা ব্লেজ ফোন দারুণ ভাবে পাল্লা দেবে ভারতের বাজারে।বাজারে Realme C31, Moto E7 Plus ও Poco C31-এর মতো ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Lava-র নতুন স্মার্টফোন।
লঞ্চ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে, লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড-এর প্রডাক্ট হেড তেজিন্দর সিং বলেন, "গ্রাহকদের প্রত্যাশাগুলি প্রতিনিয়ত বদলে চলেছে। আজকের তরুণরা ফোনের চেহারা আর সৌন্দর্য্য নিয়ে কোনোরকম আপোষ করতে রাজি নয়। ব্লেজ-এর মাধ্যমে, আমরা সেইসমস্ত প্রত্যাশাগুলি পূরণ করার চেষ্টা করছি। এতে রয়েছে সাম্প্রতিকতম গ্লাস ব্যাক ডিজাইন, অ্যান্ড্রয়েড 12, আর 13 এমপি ট্রিপল ক্যামেরার মত বৈশিষ্ট্য যা একে করে তুলেছে অল-রাউন্ডার। ভারতে নির্মিত এই বেস্ট-ইন-সেগমেন্ট স্মার্টফোনটি সেই প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে নিবেদিত যার স্বপন হল নিজের দেশকে পরবর্তী টেক সুপারপাওয়ার হিসেবে দেখা।"
3GB RAM + 64GB স্টোরেজে Lava Blaze -এর দাম ৮৬৯৯ টাকা। কালো, নীল ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে। ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, এতে ১৩ MP এর একটি ট্রিপল AI রিয়ার ক্যামেরা রয়েছে এবং সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। ক্যামেরা মডিউলের কারণে, এই ফোনটি দেখতে একটি iPhone 13 এর মতো। এটি Android 12 OS এ চলে। ইতিমধ্যেই ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনের বুকিং শুরু হয়েছে। Flipkart ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে 14 জুলাই এই ফোন বিক্রি শুরু হবে। প্রথম 1000 প্রি-বুকিং গ্রাহককে সম্পূর্ণ বিনামূল্যে Lava Probuds 21 দেবে Lava International।

Journalist Name : SRIJITA MALLICK

Related News