আপনার আধার কার্ডের সাথে কি জালিয়াতি করা হচ্ছে? জেনে নিন আপনার আধারের হিস্ট্রি।

banner

#Pravati Sangbad Digital Desk:

আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। বাড়ির ঠিকানা বা পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার রয়েছে। ট্রেনে যাত্রা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এখন আধার কার্ড প্রয়োজনীয়। আধার কার্ডের সঙ্গে ব্য়াঙ্কের অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, প্যান কার্ড সংযোগ করা থাকে। তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে আরেকটু বেশি সতর্ক থাকতে হয়। সঠিকভাবে আধার কার্ড ব্যবহার না করলে প্রতারণার শিকার হতে পারে।  

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দিয়ে থাকে এই আধার কার্ড। বর্তমানে এই কার্ডের মাধ্যমে ক্রমবর্ধমান সুবিধার পাশাপাশি জালিয়াতির ঘটনাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেক সময় বিশ্বাস করে আধার কার্ডের বিশদ বিবরণ অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করে ফেলেন কার্ডহোল্ডার। সেই থেকেই শুরু হয়ে যায় জালিয়াতির ঘটনা। এই পরিস্থিতিতে, সময়ে সময়ে আধার কার্ডের ইতিহাস বা হিস্ট্রি পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি আধার কার্ড কোথায়-কোথায় ব্যবহার করা হয়েছে তা জানতে পারবেন।

আধারের হিস্ট্রি জানার জন্য কি কি করতে হবে-

•UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in/) ক্লিক করতে হবে।
• এখানে My Aadhaar অপশনে ক্লিক করে আধার পরিষেবার বিকল্পটি নির্বাচন করতে হবে।
• এবার Aadhaar Authentication History নির্বাচন করতে হবে।
• এর পরে আপনার কাছে আধার নম্বর চাওয়া হবে, যেখানে ১২ নম্বরের আধার নম্বর লিখতে হবে
• এরপর ক্যাপচা কোড লিখতে হবে।
• এবার ওটিপি এলে তা এন্টার করতে হবে।
• এই পর্বে কোন নির্দিষ্ট সময়ের জন্য আপনি আধার কার্ডের হিস্ট্রি যাচাই করতে চান তা বেছে নিতে হবে।
• এবার আপনি একসঙ্গে মোট ৫০টি আধার লেনদেনের বিবরণ জানতে পারবেন।
• এখানে আপনি আধারের হিস্ট্রি দেখে আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কি না তা বুঝতে পারবেন।

আপনি যদি আধারের ইতিহাসে কোনও ভুল লেনদেনের তথ্য পান, তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব অভিযোগ দায়ের করতে হবে। এর জন্য আপনি UIDAI-এর টোল ফ্রি নম্বর - 1947-এ কল করে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এছাড়াও, আপনি [email protected] -এ মেইল ​​করেও আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। 

Journalist Name : Suchorita Bhuniya

Related News