বাঁচান বিদ্যুতের বিল

banner

#Pravati Sangbad Digital Desk:

গোটা দেশে বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পকেটে ফুটছে টান। গভীর পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। তার ওপর আবার বিদ্যুতের বিলের নাকানি-চুবানি। তাই বিদ্যুৎ বিলের থেকে রেহাই দেওয়ার জন্য এনেছি আজকে এই প্রতিবেদন। আপনাকে রেফারি থেকে বিদ্যুতের বিল থেকে।
কেন্দ্র সরকার চালু করেছে একটি নতুন যোজনা। এই যোজনা সুবিধা পাবেন   নিম্ন এবং  মধ্যবিত্ত গ্রাহকেরা। বিনামূল্যে  বিদ্যুতের সুবিধা নিতে পারবে গ্রাহকেরা। হ্যাঁ, কেন্দ্র সরকার  সোলার প্যানেল বসিয়ে দেবে  এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকদের বাড়ির ছাদে। তা  তা বিনামূল্যে ব্যবহার করতে পারবে বিদ্যুৎ।

এই যোজনার নাম হল 'সোলার রুফটপ সাবসিডি স্কিম'। বাড়ির ছাদে সোলার রুফটপ  বসিয়ে বিদ্যুৎ খরচ বাঁচানো সম্ভব। জানা যাচ্ছে, প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমবে বিদ্যুৎ খরচ  এই স্কিমের ফলে। কেন্দ্র সরকারকে পাঁচ থেকে ছয় বছর ধরে ,সোলার প্লেটের টাকা মাসিক একটা টাকার বিনিময়ে মিটিয়ে দিতে হবে। ফলাফল স্বরূপ ১৯ থেকে কুড়ি বছরের  জন্য বিনামূল্যে সোলার প্লেটের থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব। নিখর চাই কারেন্ট মিলবে ২৫ বছর।প্রকল্পে গ্রাহকদের জন্যে রয়েছে বিশেষ সুবিধা। গ্রাহকরা পাবেন ভর্তুকি। সোলার রুফটপ তিন কিলো ওয়াড পর্যন্ত ইন্সটল করলে পেয়ে যাবেন ৪০ শতাংশ ভর্তুকি। তবে দশ কিলোওয়াট পর্যন্ত ইন্সটল করলে পাবেন ২০ শতাংশ ভর্তুকি। সোলার প্যানেল বসানোর জন্য খুব একটা জায়গার দরকার নেই। এক কিলোওয়াট সোলার প্যানেল লাগাতে বাড়ির ছাদের জায়গা লাগবে দশ  বর্গমিটার। 

Journalist Name : অর্জুন দাস

Tags: