রাজ্য আসছে ডিজিটাল মিটার, বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল দেখার দিন শেষ

banner

#Pravati Sangbad Digital Desk:

ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে আরও একধাপ এগোল রাজ্য। এবার থেকে বাড়ি বাড়ি ঘুরে বিদ্যুতের বিল দেওয়ার দিন শেষ, এমনটাই বলছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন প্রশ্ন উত্তর পর্ব শেষে এমনটাই জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। বর্তমানে রাজ্যে মান্ধাতার আমলের কালো কয়েল মিটার প্রায় নেই বললেই চলে। তার বদলে এসেছে অত্যাধুনিক ডিজিটাল মিটার। যা তিন মাস পর পর বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরীক্ষা করে গ্রাহকের ব্যয় বিলের অঙ্ক বলে দিয়ে যান। সেই বিল অনুযায়ী নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা জমা দিয়ে আসতে হয় কাছের বিদ্যুৎ অফিসে। তবে এবার থেকে আর বাড়ি গিয়ে বিদ্যুতের বিল দেখা হবে না বলেই জানাচ্ছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, বর্তমানে রাজ্যে প্রায় দুই কোটি মানুষ রাজ্য বিদ্যুৎ দফতরের অধীনে রয়েছে আর সিইএসসি-র অধীনে রয়েছে প্রায় ৩০ লক্ষ গ্রাহক। সকলের ক্ষেত্রেই এই একই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। আরও জানা গিয়েছে, নতুন এই প্রকল্প বাস্তবায়িত করতে খরচ প্রায় ১২ কোটি টাকা, যার মধ্যে ৬০ শতাংশ দেবে কেন্দ্র সরকার এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। যদিও কবে থেকে এই নতুন পরিষেবা চালু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

Journalist Name : Sabyasachi Chatterjee