রাজ্যে আসছে স্মার্ট মিটার’ পরিষেবা, হাতের মুঠোয় এবার বিদ্যুতের ব্যয় সংক্রান্ত সকল তথ্য

banner

#Pravati Sangbad Digital Desk:

কমতে চলেছে বিদ্যুৎ দফতরের কর্মীদের পরিশ্রম। এবার থেকে মাস পরতে না পরতেই আর বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখতে হবে না বিদ্যুৎ দফতরের কর্মীদের। বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবে বিদ্যুতের ব্যয় সংক্রান্ত সকল তথ্য। রাজ্যে চালু হতে চলেছে ‘স্মার্ট মিটার’ পরিষেবা, এর মাধ্যমে অফিসে বসেই তাঁরা গ্রাহকের বিদ্যুতের ব্যয় সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। এ কথা জানালেন খোদ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। 

বুধবার অর্থাৎ ৩০ নভেম্বর রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, খুব শীঘ্রই রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে । যার ফলে এতদিনের চিরাচরিত প্রথায় আসছে বদল। বিদ্যুৎ কর্মীদের আর বাড়ি বাড়ি ঘুরে আর মিটার দেখতে হবে না। এতে অনেক সহজ হয়েযাবে বিদ্যুৎ দফতরের কাজ। বিদ্যুৎমন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য ৬০ শতাংশ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের তরফে ব্যয় করা হবে আরও ৪০ শতাংশ অর্থ। অনুমান করা যাচ্ছে, এই প্রকল্পে খরচ হবে মোট ১১ কোটি ৮৯ লক্ষ টাকা। এই নয়া ব্যবস্থাপনায় অনেকটা সময়ও লাঘব হবে।


পাশাপাশি এদিন বিধানসভায় বিদ্যুতের বণ্টন প্রসঙ্গে কেন্দ্রর বিরুদ্ধে তোপ দাগেন অরূপ। তার অভিযোগ, 'বিজেপি রাজ্য গুজরাতে বিদ্যুৎ গেলেও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সর্বদা বঞ্চিত হয়'। অন্যদিকে এই একই প্রসঙ্গে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে একহাত নিলেন । তিনি দাবি করেন, 'ময়নায় দিনে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না'। এই অভিযোগের পাল্টা উত্তর দেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, 'আপনি তো কলকাতায় থাকেন। ময়নায় বিদ্যুৎ না গেলে আপনি জানবেন কী ভাবে?' চুপ থাকেননি বিজেপি বিধায়ক, অরূপের জবাবে দিন্দা ফের বলেন, ‘‘আপনি কি আমার পিছনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন? আমি কোথায় থাকি আপনি জানবেন কী ভাবে?’’  কটাক্ষের পাল্টা কটাক্ষে সরগরম হয়ে ওঠে বিধানসভার কক্ষ। উল্লেখ্য, বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যে বিদ্যুৎ দফতরের ২ কোটি ২০ লক্ষ গ্রাহক আছে ও সিইএসসি-র গ্রাহক ৩৩ লক্ষ। এই প্রকল্পের আওতায় রাজ্যে ৮৭টি সাব স্টেশন তৈরি করা হবে।

Journalist Name : Puja Adhikary