দেখে নিন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার নতুন পদ্ধতি, দরকার হবে না কোন আলাদা অ্যাপের

banner

#Pravati Sangbad Digital Desk:

ফেসবুকে প্রতিদিনই নিত্যনতুন অনেক ভিডিও আমরা দেখতে পাই সেগুলি ফেসবুকে শেয়ার করা ছাড়াও ডাউনলোড করে শেয়ার করতে ইচ্ছে করে হোয়াটসঅ্যাপে এবং অন্যান্য অনেকের সাথে। কিন্তু এখানে এসে যায় সমস্যা ফেসবুক এ আবার ডাইরেক্ট ডাউনলোড করা যায় না তার জন্য নামাতে হয় এক্সট্রা কোন অ্যাপ। তবে এবার থেকে কোনো রকম অ্যাপ ছাড়াই ডাউনলোড করতে পারা যাবে যে কোন ভিডিও ফেসবুক থেকে সরাসরি এই পর্যায়ে | এর জন্য facebook অ্যাপ ওপেন করে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির লিংকটি কপি করতে হবে।
এরপর ফোনে থাকা যে কোন ব্রাউজার থেকে savefrom.net ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ফেসবুকে কপি করা ভিডিওর লিংকটি পেস্ট করে দিতে হবে তারপর ডাউনলোড অপশন এ গিয়ে যে রেজুলেশনে ভিডিওটি ডাউনলোড করতে চাই সেটি করলেই ফোনে সেই ভিডিওটি সেভ হয়ে যাবে।সেখান থেকে যেখানে খুশি শেয়ার করা যাবে ভিডিওটি। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ইউজাররাও একই পদ্ধতিতে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে ডাউনলোড হয়ে যাওয়া ভিডিওটি সাফারি ব্রাউজার থেকে খুলতে হবে এবং সেখান থেকে শেয়ার অপশনে ক্লিক করলে save video অপশনটি আসবে যেটির দ্বারা খুব সহজেই ভিডিওটি ফোনে সেভ হয়ে যাবে|

Journalist Name : sagarika chakraborty

Related News